পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? Yo বাঙ্গলা-ব্যাকরণ l পুং ও ক্লীবলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুং ও ক্লীবলিঙ্গ স্ত্রীলিঙ্গ অগ্নিকল্প অগ্নিকল্প ক্ষয়শীল ক্ষয়শীল৷ তৎপর তৎপর। গমনীয় গমনীয়। রম্য , রম্যা হিন্দুস্থানীয় হিন্দুস্থানীয় ইন, ইল, ল, শ, ইর, ঈর, উর, কিম্ব1র প্রত্যয়ের যোগে নিম্পন্ন অকারান্ত বিশেষণ আকার যোগে স্ত্রীলিঙ্গ বাচ্য হয়, য়থ,মলিন—মলিন, ফেণিল— ফেণিলা, মাংসল—মাংসল, রোমশ—রোমশা, মেধির—মেধি , কাণ্ডীর । —কাণ্ডীরা, দস্তুর—দন্তুর, মুখর—মুখর। তর, তম, ও ইষ্ঠ প্রত্যয়ান্ত বিশেষণ স্ত্রীলিঙ্গে আকারান্ত হয়, যথা, প্রিয়তর—প্রিয়তরী,প্রিয়তম—প্রিয়তমা, শ্রেষ্ঠ—শ্রেষ্ঠ । প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় এই তিন শব্দ স্ত্রীলিঙ্গে আকারান্ত হয়, তদ্ভিন্ন তাবৎ পূরণবিশেষণ (পুং ও ক্লীব লিঙ্গে অকারান্ত হয়, ও) স্ত্রীলিঙ্গে অন্ত্য অকারকে ঈকারে পরিবর্ত করে, যথ1,— - পুংশ্লীবলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংস্ত্রীবলিঙ্গ স্ত্রীলিঙ্গ প্রথম প্রথমা। চতুর্থ চতুর্থী। সপ্ততিতম সপ্ততিতমী | (পূৰ্ব্ববৰ্ত্তি) কোন উপসর্গের বা শব্দের সহিত সংস্কৃত ধাতু সক্তিক্ষপ্ত, অসঙ্গিক্ষপ্ত, বা পরিবর্তিত অবয়বে সংযুক্ত হইয় নিম্পন্ন হয় যে সকলবিশেষণ, তাছ। পুং ও ক্লীবলিঙ্গে অকারান্ত হয়, এবং ঐ অ-কার কর, চর বা ভর পূর্বক হইলে স্ত্রীলিঙ্গে প্রায় ঈকারে বিকৃত, নতুবা আকারে পরিৰ্ত্তিত হয়, যথা— পুং ও ক্লীবলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুং ও ক্লীবলিঙ্গ স্ত্রীলিঙ্গ অগ্রজ অগ্রজ মনোরম মনোরম। মোক্ষদ মোক্ষদ। बन-छब्र বনচরী শুভঙ্কর ' শুভঙ্করী। বিশ্বস্তুর বিশ্বম্ভরী। পরবর্তি অঙ্গ, তন, দৃশ, এরং ময় শব্দের যোগে নিম্পন্ন বিশেষণ, বা কার শব্দের যোগে নিম্পন্ন কর্তৃপদ স্ত্রীলিঙ্গে অন্ত্য