পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশেষণ—লিঙ্গ । ¢ዓ অকারকে ঈ-কারে পরিবর্ত করে, যথা, কুশাঙ্গ— কুশাঙ্গী, পুরাতন—পুরাতনী, দয়াময়—দয়াময়ী, রথকার—রখকারী। বহুব্রীহি সমাসে নিম্পন্ন অকারান্ত বিশেষণ স্ত্রীলিঙ্গে অাকারান্ত হয়, যথা, লব্ধ প্রতিষ্ঠ--লব্ধ প্রতিষ্ঠা । অনেক সংস্কৃত কর্তৃপদ বাঙ্গলাতে সংযুক্তাবস্থায় বিশেষণ , ৰূপেই প্রায় ব্যবহৃত—তন্মধ্যে ণিন প্রত্যয়ের প্রথম ৭ ইত গিয়া ইন্‌ ভাগ (ধাতুতে) যোগদ্বারা নিম্পন্ন পদসকল ক্লীব লিঙ্গে ঐ ইন ভাগের ন ত্যাগ করে, স্ত্রীলিঙ্গে ঐ ইন্‌ ভাগে ঈ-কার যোগ করে, এবং পুংলিঙ্গে ঐ ইন ঈ-কারে পরিবর্ত করে। আর তৃন প্রত্যয়যোগে নিষ্পন্ন শব্দসকল ক্লীবলিঙ্গে ঐ তৃন প্রত্যয়ের ন ত্যাগ করে, স্ত্রীলিঙ্গে ঐ তুন-কে ত্রী-তে, ও পুংলিঙ্গে ত্ত-তে পরিবর্ত করে । এবংTণক প্রত্যয়ের অক ভাগ যোগে নিম্পন্ন শব্দসকল পুং ও ক্লীব লিঙ্গে তদবস্থ থাকে, এবং স্ত্রীলিঙ্গে ঐ অক ই-কারে পরিবর্ত করে; যথা— আগদি শব্দ ক্লীবলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ কৃ+ণিন—4=কারিন কারি কণfরণী কণরী কৃ+ভূন=কৰ্ত্তন* কতু কত্রী কর্তা কৃ+ণক—ণ= কারক কারক '.কারিকা কীরক (সংস্কৃত) ও প্রত্যয়ান্ত শব্দ প্রায় বিশেষণ ৰূপে ব্যবহৃত – ঐ সকল বিশেষণ পুং ও ক্লীব লিঙ্গে অ-কারান্ত, ও স্ত্রীলিঙ্গে আ-কারান্ত হয়, যথা বিরক্ত মনুষ্য,আভ্রাত পুষ্পবিরক্ত নারী। সংস্কৃত ধাতুতে ইষ্ণু প্রত্যয় যোগে নিম্পন্ন যে শব্দ তাহা লিঙ্গ ভেদে ৰূপান্তর হয় না, যথা, বৰ্দ্ধিষ্ণু বালক, বদ্ধিষ্ণু বালিকা, বৰ্দ্ধিষ্ণু দ্রব্য। -

  • মুন্ধন্য ণ ইৎযায় যে প্রত্যয়ের তাহার যোগে ধাতুর ইকারাদি অত্ত্য স্বরের কিম্ব অভ্য বর্ণের পূর্বৰৰ্ত্তি অ-কারের বৃদ্ধি হয় ; এবং ভূন আদি প্রত্যয় যোগে ধাতুর অন্ত ইণ্ডের অথৰ অভাবর্ণের, পূৰ্ব্বৰ্ত্তি লঘুস্বরের গুণ হয় (২• পৃষ্ঠায় সন্ধির ২ ও ৩.সুঙ্কেত দেখ। to