পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশেষণের সাধন । ৬৭ তিমি, কৃমি, গরুৎ, উর্মি ও ভূমি শব্দে মৎ যুক্ত হয়, যথা, বুদ্ধি-মৎ । © ৩ একাধিক স্বর বিশিষ্ট শব্দের উত্তর ইচ্ছাক্রমে ইন হয়, যথা, জ্ঞান+ইন =জ্ঞানিন, অথবা জ্ঞান-বৎ । ৪ শালিন প্রায় সকল শব্দেই যুক্ত হয়। ৫ বিন ইচ্ছাক্রমে অজ মেধা, মায়, এবং অসু ভাগান্ত শব্দে যুক্ত •হয়, যথা, মায়া-fন, তেজস্বিন। (৫৮ পৃষ্ঠা দেখ) । ” ৬ দন্ত, ভঙ্ক, ও বিদ শব্দে উর যুক্ত হয়, যথা, দস্তুর, বিদুর। " ৭ নিদ্র, তন্দ্র, শ্রদ্ধা, কৃপ, ও দয়া শব্দে আলু যুক্ত হয়, যথা, নিদ্রাজু, দয়ালু। e - ৮ চূড়া, মৃচ্ছ, পাংশু শ্যাম, পিঙ্গ, বৎস, মাংস,জট এবং আর কতিপয় শব্দে (যাহ। অদ্যাপি বাঙ্গলায় ব্যবহৃত হয় নাই) ল যুক্ত হয়, যথা, পিঙ্গল, শ্যামল, বৎসল । ৯ ফল, রথ, শৃঙ্গ, ও মল শব্দে ड्रेन' যুক্ত হয়, যথা, ফলিন, মলিন। ১০ ফেণ, পিচ্ছ, জটী, মেধা, ও রথ শব্দে, এবং অদ্যাপি বাঙ্গলার অচলিত আর কতিপয় শব্দে ইল যুক্ত হয়, যপ, পিচ্ছিল জটিল। ১১ মেধা ও রথ শব্দে ইর যুক্ত হয়, যথা, মেধির, রথির। ১২ কাণ্ড, ও অণ্ড শব্দে ঈর* যুক্ত হয়, যথা, কাণ্ডীর, অণ্ডীর। ১৩ লোম, রোম, কক্ক, এবং অদ্যাপি (বাঙ্গলায়) অব্যবহৃত অণর কতিপয় শব্দে শ যুক্ত হয়, যথা, লোমশ, রোমর্শ, ৰূদ্ধশ। o • ১৪ মধু, নখ, ও মুখ শব্দের যুক্ত হয়, যথা, মধুৰ, নখর, মুখর। ১৫ ওয়ালা প্রায় তাবৎ শব্দেই যুক্ত হইতে পারে,কিন্তু তথাপি সংস্কৃত শব্দে যুক্ত হইলে মুত্রাব্য হয় না, যথা, কাপড়-ওয়ালা ব্যবহার্য্য কিন্তু বস্ত্র-ওয়ালা সুশ্রাব্য নয়। কোনই শব্দে বিশিষ্ট, ধারিন, উপেত, অন্বিত, আয়ুক, ও যুক্ত শব্দ যোগ দ্বারা কখনই উক্ত রূপ অর্থবোধক বিশেষণ হয়,যথাগুণবিশিষ্ট,জটাধারিন, , গুণোপেত, গুণান্বিত, গুণযুক্ত,। বহুব্রীহি সমাসে নিম্পন্ন অনেক পদ উক্ত রূপ অর্থবোধক বিশেষণ রূপে ব্যবহৃত, যথা, চন্দ্ৰবদন । e © 料 झेन অাদি ঈর পর্য্যস্ত প্রত্যয় যোগে তৎ সংযুক্ত শব্দের অভ্য স্বর লুপ্ত হয়।