পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশেষণ—কারক। Գ:Տ কখনই (এক ও এগার হইতে অtটার,একান্ন হইতে আটান্ন, ও উনঅtশী হইতে নিরানব্বই পর্যন্ত ভিন্ন) সংখ্যাবাচক শব্দ উক্ত অর্থে উক্ত রূপে ব্যবহার করিয়া তাহার পর এক শব্দও ঐ অর্থে ব্যবহার করা যায়, যথা, আমাকে এক্ষণে টুtকLপঞ্চাশেক হাওলাত দিতে পার? থান চল্লিশ্রেক কাপড়ের অবশ্যক হইয়াছে। কখনই বিশেষ্যের পুর্বে সংখ্যাবাচক শব্দকে ব্যবহার করিয়া তৎ পূর্বে গোটা, গুটি, খান, গাছ,বা থান যোগ করিলে ঐ সংখ্যার নিশ্চয়েতে সন্দেহ জন্মে,—যথা, গোট। পঞ্চাশ নেৰু ...ক্রয় করিয়া আন গুটি ত্রিশ-টক্স হইলে এক্ষণকার খরচ চলে । এতদ্ভিন্ন, দুই পুর্ণ অথবা একপুর্ণ একভগ্ন সংখ্যা একত্রে ব্যবহার করিলে ঐ দুয়ের এক অথবা ভষ্মধ্যবর্তি কোন সংখ্যা বুঝায়, যথা, তোমার ইহাতে দুই তিন শত টাকা ব্যয় হইবে অর্থাৎ দুই কিন্তু তিন শত অথবা ভষ্মধ্যবৰ্ত্তি কোন সংখ্যক মুদ্র ব্যয় হইবে। বিশ পঞ্চাশ টাকার আবশ্যক হয় লইয়া যাইও অর্থাৎ বিশ হইতে পঞ্চণশ পয্যন্ত যে কোন সংখ্যক মুদ্রণর আবশ্যক হয় লইয়া যাইও । তাঙ্গর মুল্য তিন টাকা সাড়ে তিন টাকা হইবে, এক আধু টাকুরি কমি বেশিতে কিছু আইসে যায় না। কিন্তু এই রূপ অর্থে যে কোন দুই সংখ্যা ব্যবহৃত না হইয়া দুই বিশেষ সংখ্যা একত্রে ব্যবহৃত হইয় থাকে, ও তাহার জ্ঞান ও ব্যবহার বাঙ্গণলিদের স্বভাব সিদ্ধ। ভগ্নসংখ্যা । শিকি বা চোটী (সমান চারি অংশের একাংশ) অৰ্দ্ধেক, অৰ্দ্ধ, অস্থি (মমান দুই অংশের একাংশ)। তেহাই (সমান তিন অংশের এক ংশ) । সওয়া, দেড়, আড়াই, পৌনে, আনা; পাই ইত্যাদি । সওয়া, একের অধিক সংখ্যার সহিত সংযুক্ত হইয়া ঐ সংখ্যাতিরেকে এক চোটির অর্থ বোধক হয় । সাৰ্দ্ধ বা সাঢ়েঞ্চ দুইয়ের অধিক সংখ্যার সহিত সংযুক্ত হইয়া তদতিরেকে একের অৰ্দ্ধ বোধক হয়, পোনে একের অধিক যে কোন সংখ্যার সহিত সংযুক্ত হইয় তাহার এক চৌটী স্থান বেণধক হয় । - সাৰ্দ্ধ (অর্থাৎ অৰ্দ্ধ সহ বা যুক্ত) এবং অদ্ধ সংস্কৃত হওয়তে কেবল সংস্কৃত শব্দের সহিতই সংযুক্ত হইয়া থাকে,এবং সাড়ে,ও অাধ শব্দ বাঙ্গল।

  • সাঢ়ে শব্দ সচরাচর সাড়ে লিখিত এবং উচ্চারিত হয় । o * পৌনে ৰোধ হয় পোওয়t,এবং नtद्दे শব্দের সংযোগে ও সংক্ষেপে নিপক্ষ হইয়াছে । -