পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপত্যবাচক সংজ্ঞা । ゲ● উক্ত ৰূপ অপত্যবাচক কএক প্রকার শব্দের মধ্যে যু প্রত্যয়ের যোগে নিম্পন্ন শব্দ সকল বাঙ্গলাতে এক্ষণে অপত্যবাচক ৰূপেসৈচরাচর চলিত না হইয়া বিশেষ নাম ৰূপে ব্যবহৃত হইয়াছে, যথা, রঘুরু সস্থান নয় যে তাহার নাম রাঘব রাখা যাইতেছে, এবং তদ্বীপরীতে রাঘবের পুত্রের নামও রঘু রাখা যাইতেছে। * . ৯ ব্যক্তির পদবীতে জননার্থক ধাতু যোগদ্বারা অপত্যবাচক শব্দ সিদ্ধ হইয় থাকে। তন্মধ্যে জন ধাতুর জ ভাগ যোগে নিম্পন্ন অপত্যবাচক পদসকল বাঙ্গলায় অধিক চলিত, যথা, ঘোষ-জ, দত্ত-জ, মিত্র-জ । উক্ত রূপ শব্দের অন্থরূপে পো, বী ইত্যাদি বাঙ্গলা অপত্যবাচক শব্দ ব্যক্তির পদবীবোধক শব্দে যুক্ত হইয়৷ তদপত্যবোধক হয়, যথা, দাসের পো, ঘোষের বী। যে সকল ব্যক্তি সন্ত্রান্ত নয়, অথচ বয়োধিকতা বা স্ত্রী জাতিত্ব প্রযুক্ত অথবা অন্য কারণে তাহীদের নামোচ্চারণ দেশীয় নীত্যনুসারে উচিত হয় না, তাহদের নীচ অথচ নিকট সম্পৰ্কীয় কোন ব্যক্তির নামের পর তাহাদের সম্পর্ক সুচক শব্দ যোগ দ্বারা তাহারদিগকে আহ্বান বা উল্লেখ করাযায়, যথা, রামের মা, যাদুর বাপ, দিনর দিদি, উদ্যের আই ইত্যাদি। ক্রিয়ার বিশেষণ । যে শব্দদ্বারা ক্রিয়ার বিশেষ বর্ণনা হয়, তাহার নাম ক্রিয়ার বিশেষণ । ক্রিয়ার সম্পন্নত প্রধানতঃ তিন প্রকারে বর্ণনা করা যাইতে পারে।—অর্থাৎ যে স্থানে, যে সময়ে, ও যে প্রকারে সম্পন্ন হয় প্রধানতঃ তাহাই বিশেষ করিয়া বলাগিয়াথাকে, অতএব ক্রিয়ার বিশেষণ প্রধানতঃ তিন প্রকার,—স্থানসম্বন্ধীয়, কালসম্বন্ধীয়, ও প্রকার সম্বন্ধীয়। যথা—তিনি যে শীঘ্ৰ চলিতেছেন এখনি সেখানে প্লোছিবেন । তুমি এমত শীঘ্ৰ লিখিতে কবে পারিবে ? শুন রাজা সাবধানে, পূর্বে ছিল এইখানে বীরসিংহ নামে নর পতি । মন্দঃ গতি ঘন২ হাত লাড়া, তুলিতে বৈকালে ফুল গেল সেই পাড়।।*