বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১৭ ). ও ৰূপ্য পাইলেন, এবং তিনি যন্ত্রণায় কাতর হইয়। কযে২ যে সকল গুপ্তস্থান প্রকাশ করিয়াছিলেন, তাহার বtটর সেই সকল স্থান খনন করিয়া বহুমূল্য রত্ন পাইলেন, জৈনউদি নের পত্নী ঐ বঞ্চক পাঠানদিগের হস্তে পড়িলেন, এই সকল লুঠ দ্রব্যদ্বারা তাহার সৈন্য বৃদ্ধি করিয়। চত্বরিংশ সহ অশ্ব৷ ৰূঢ় ও তাবৎ পদাতিক সৈন্য আজ্ঞাধীনে প্রাপ্ত হইলেন। অলিবfদার্থ যখন শুনিলেন, যে তাঙ্কণর ভ্রাতা ও ভ্রাত পুল্ল মারাপড়িয়াছেন, ও তাহার কন্য। বন্দী হইয়াছেন, এবং বেহরিদেশ নষ্ট হইয়াছে তখন অতিশয় শোকাবিষ্ট হইলেন, পাটনায় এইৰূপ ঘটনার কালে ত হার পুরাতন শত্র, মারহাউর। মীরহরীবের অধীনে অগসিয়া বাঙ্গালীয় প্রবেশ কfরয় রাজ নগরকে কল্পানিত করিল; কিন্তু ঐ বৃদ্ধ শুবাদারের মনের বৈলক্ষণ্য কিছুমাত্র হয় নাই, তিনি স্বয়ং যুদ্ধাথে প্রস্তুত হইলেন, মুরসিদাবাদ নিবাসি লোক দিগকে আপন২ ধন ও পরিবার নদীপারে লইয়া রক্ষাকরিতে উপদেশ করিলেন, অতএব যে সকল লোক পলায়নে শক্তছিলেন, তাহারা সকলেই ঐ নগর পরিত্যাগ করিলেন । - শুবাদার পঞ্চদশ সহসু অশ্বাঢ় ও অষ্ট সহস্ৰ পদাতিক সৈন্য ংগ্ৰহ করিয়া ঐ ড্রোহুিদিগের সহিত যুদ্ধার্থে গমন করিলেন, মারহাট্টার তৎক্ষণাৎ ইচ্ছা পরিবর্ত করিলেন, তাহার। তদেশ লুঠ না করিয়া শুবাদারের জাগমনের পূর্বে পায়ানদিগের সহিত মিলিত হইবার আশায় পৰ্ব্বতীয় দেশদিয়া শীঘু চলিলেন, সমসেরখা ও সদার খাঁ নিজসৈন্যের সহিত পাটন। হুইতে বীরে আসাতে মারহাউ দিগের সহিত সাক্ষাৎ হইল, আমাদের বোধ হইতেছে, যে জৈন উদীনের মৃত্যু পাটন। লঠ ও বাঙ্গালীয় অীগখন কেবল মীরস্থৰীরের কল্পনানুসারে হইয়াছিল, কারণ তথায় উপস্থিতি মাত্রে তিনি ও মহারাষ্ট্রীয়