( * g ) অতএব তিনি চত্বাৱিংশংলম বয়সে বাঙ্গালীর বড় সাঙ্কেৰ *ইলেন । এতদেশীয় লোকম্বারা ভূমিজ করের নিপত্তি করায়, ডিরেকটরের স্থণা করিলেন, এবং ক্রমে২ আয় ভূমি দেখিয় দেওরানী প্রাপ্তির সপ্তবৎসর পরে যথার্থ দেওয়ান হইতে স্থির করিলেন, অর্থাৎ ইউরোপীয় ভূত্য দ্বার। রাজস্ব আদায় ও তাহার নিষ্পত্তি স্বহস্তে করিতে আরম্ভ করলেন, এই নূতন নিয়ম সকল হষ্টিংম সাহেব নিম্পন্ন করেন. তিনি ১৩ আপ্রিল বড় সাহেব হইয়। ১৪ মে সভাহইতে শুiজ্ঞা করিলেন, যে রাজস্বের কন্ম তাহার। স্বয়ং চালাইবেন, ইউরোপীয় যে সকল আমলার রাজস্ব আদায় করেন, তাহাঙ্গের নাম কালেকটর থাকিবে, এবং কিয়ন্ধর্মের নিমিত্তে ভূমি ইজার দেওয়! যাইবে, পরে আজ্ঞা হইল, যে চরিজন সভাপতি এক সমুদায় হইয়। দেশের সর্বত্র গমন করিয়া সমুদায় নিস্পত্তি করবেন, ঐ সমুদায়ে কৃষ্ণনগরে বিস্তর পরিশুম করিতে আরম্ভ করিলেন, কিন্তু ভূমির কর এমত অগদিতে লোকে স্বীকার করিল, যে তাহার। নিলাম করিয়। বৃদ্ধি করিতে স্থির করিলেন, যদি প্রাচীন জমিদার অথবা তালুকদারের উপযুক্ত ধন দিতে স্বীকার করিতেন, তবে তাহীদের পূর্ববং অধিকারে রাখিতেন, নতুবা উহাদের কিঞ্চিম্মাত্র বৃত্তি দিয়া তৎপদ লোকান্তর স্থাপন করিতেন, এবং তৎকালে যুরসিদৰাদ হইতে কলিকাতীয় ভাণ্ডার অনীিত হইল, কারণ তাহীতে বড়সাহেবের দঞ্জি থাকিবে এবং এই সকল পরিবত্ত্বদ্বারা দেশের দেওয়ানী ও ক্ষেীক দারী কর্মের পরিবত্ত আবশ্যক হইল,প্রতি জিলায় দুইং আদা, লত স্থাপিত হইল, ফৌজদারী বিষয়ে কাজি ও মুফতির সহিত কালেকট্রর সাহেব বিবেচনা করিতেন, এবং দেওয়ামী বিষয়ে ९१
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২০৫
অবয়ব