( 3.2% ) অতঃপর চারি বৎসর পর্যন্ত হষ্টিংস হ্লেব বাঙ্গালার ফৰ্ম্মে প্রায় বিরত থাকিয়। বারাণসী ও অযোধ্যার কৰ্ম্ম নির্বাহ করিয়াছিলেন, এবং মাইসরদেশীয় রাজ হাইদর আলির সহিত যুদ্ধ ও ভারতবর্ষীয় সমুদায় দেশে সন্ধি করিয়াছিলেন, তাহার পশ্চিম দেশীয় ব্যবহার ইংলণ্ডে কোটক্সাবডিরেকটরের ও পালিয়ামেণ্ট সভাপতির উভয়েষ্ট নিন্দ করিয়ছিলেন এবং হেীসঅব কমানসতে ও প্রস্তাব হইয়াছি” যে তিনি ইংলণ্ডের সন্মান ও উপকারের প্রতিকূল করিয়া ছুন, অতএব তাহাঁকে স্বদেশে আহবান উচিত হয় কিন্তু সকলের সম্মতি না হওয়াতে তিনি স্বপদে রছিলেন, ১৭৮৪ শালের শেষে অধোধ্যায় পূনর্মাত্র করিয়৷ ১৭৮৫ শালের প্রথমে কলিকা তীয় প্র ত্যাগমন করিলেন পরে মেকফরসন সাহেবের হস্তে ধনাগার ও ফোর্ট উলিয়ন রাজ্য সমপণ করিয়৷ ইংলণ্ডে গমন কবিয়। জুনমাসে তথ য় উপস্থিত হইলেন ; ১৭৮৪ শালে এদেশের পরমোপকারক ক্িেবলণ্ডসাহেব লোকস্তর গমন করিলেন, তিনি অতি বাল্যকালে সভ্যকৰ্ম্ম লইয় ভারতবর্ষে আসিয়াছিলেন, আগমনমাত্রে ভগলপুর জিলার কৰ্ম্মে নিযুক্ত হইলেন, পরে ঐ স্থানের দক্ষিণ অঞ্চলে পর্বত শেনীতে যে সকল বন্য অসভ্য জাতির বাস করিত তাহদের প্রতি প্রতিবাসিলোকের। অতিশয় দৌরাত্মা করাতে তিনি তাহীদের উন্নতি নিমিত্তে মনোনিবেশ করিয়া শক্ত্যনুসারে তাহাঁদের সুখী কল্লিতে সৰ্বতোভাবে যতু করিলেন, এবং তাহাতে তিনি সুসিদ্ধ হইলেন, তাহার ব্যবস্থাদ্ধার দেশের প্র অবিলম্বে ফিরিল, যে সকল লোকের অপকারিদিগের লক্ট করিত তাহদের নিবিরোধ চরিত্র হইল, কিন্তু ঐ দেশে উত্তম কৃষিকৰ্ম্ম নাথাকাতে অতিশয় পীড়া হইত, তাহীতে কুৰিঙ্গলঙের শরীর পীড়িত হওয়াতে তহিকে সমুদে যাত্র করিতে
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২২৭
অবয়ব