পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ १ } আজ্ঞা দিলেন যে সমুদায় দেশ জয় করিতে সৈন্ত প্রেরণ কল্পঠ । কিন্তু প্রভুর মরণামস্তর কুতবউদিন স্বাধীন হইলেন, ষ্টলিই যথার্থ কপে ভারতবর্ষের মধ্যে মসলমানদিগের প্রথম মঙ্গী iজ ছিলেন । }० 彰 পরে কুতবউদ্দিন নিজরাজ্যবৃদ্ধি করণখি ইচ্ছক হইয়বেছর দেশ জয় করিতে তাহার সৈন্তাধ্যক্ষ বখতিয়ার খিলিজীকে প্রেরণ করিলেন, এবং ঐ সেন্তাধ্যক্ষ ঐদেশ অনায়াসে জয় করাতে কুতবউদ্দিন বাঙ্গাল:দেশ জয় করিতে তাহাকে আজ্ঞা করিলেন। যখন ঐ আজ্ঞা হইল তখন প্রাচীন বৈদ্যবংশোদ্ভব লক্ষ্মণসেনই বাঙ্গ’ল দেশের রাজ ছিলেন, যাকাকে মুসলমান ইতিহাসলেখকের লক্ষণীয় বলিয় থাকেন। এবং তাহারপর বাঙ্গালাতে অন্ত হিন্দু রাজ হয়েম নাই। লক্ষ্মণসেন প্রায় নবদ্বীপে কদাচিৎ গৌড় নগরে থাকিতেন। তাহার পিতাঁর মরণের পর তিনি ভূমিষ্ঠ হুইয়াছিলেন, অতএব জন্মাবধি রাজা ছিলেন । যখন মুসলমানের এইদেশ আক্রমণ করেন, তখন ঐ রাজ দান ও সদ্বিচার দ্বার। সর্বজন সমী পে প্রচুর প্রশংসা প্রাপ্ত হুইয়াছিলেন, এবং তখন অশীতি বৰ্ষ বয়স্ক হইয়াছিলেন, ইংরাজী ১২৫৩ শাল বখতিয়ার আক্রমণ করিতে প্রস্তুত হইয়া বাঙ্গালীর মধ্যে প্রবেশ করিলেন, এই সময়ে বাক্ষণের রাজার-নিকটে গিয়া কহিলেন, যে শাস্ত্রে অগ্ৰে কথিত গাছে, সে তুরকী জাতীয়রা বাঙ্গালাদেশ জয় করিবে, সেই জতীয়ের। এইক্ষণে অtসিয়াছে অতএব মহাশয় মিজ সল্পত্তি ও পরিলারের সহিত পলায়ন করুণ, তাহাতে প্লাজা উত্তর করিলেন, যে আমি আতি বৃদ্ধ চুইয়াছি এইক্ষণে নবদ্বীপ পরিত্যাগ করিনি। তাহাতে অমাত্যবর্গ ও সুহ্মণের বৃদ্ধ রাজার সাহায্য না করিয়৷ আপনংসম্পত্তি লইয়া উড়িষ্যতে পলায়ন করিলেন, বখতিয়ারকে বাধা দিতে কোন উদ্যোগ না করাতে তিনি অনায়াসেসৈন্তে র সহিত বাঙ্গালার মধ্য দিয়; নবদ্বীপে উপস্থিত হইলেন । নগ