| $ని ] বাংলাদেশকে দুই অংশে বিভক্ত করিয়া বাহাদুরখাকে দক্ষিণ পূৰ্বভাগের শাসনকৰ্ত্ত করিয়াছিলেন যিনি পুরাতন নগরসোনারগাঁকে নিজরাজধানী করিলেন। বাহাদুর অতি অলপ কালের মধ্যে দৌরাত্ম্যপ্রকাশ করিয়াস্বাধীন হইলেন, তাহাতে দিল্লীর মহারাজ মহম্মদ তর্গলক তাঁহার সহিত যুদ্ধ করিতেযাত্র করিলেন তাহতে মহারাজের সোনারগী যাত্রাকালে নজির অনেক উপটৌকন দিয়৷ সাক্ষাৎ করলেন তৎকালে ও মহা রাজ বাঙ্গাকাদেশে অধ্যক্ষতার দৃঢ়তা করিলেন নাজিরউদ্দিন ১৩ বৎসর বাঙ্গ tলাদেশ শাসন করিয়। ১৩২৫ শালে লোকস্তর গত হয়েন । বাহাদুর মহারাজার সহিত যুদ্ধেতে অসমৰ হুইয়া শরণাগত হইলেন তাহাতে মহারাজ তাহার সমুদায় সম্পত্তি প্রদান করণে স্বীকার করাইয় প্রাণে রক্ষা করিলেন .পরে ১৫ বৎসর পর্যস্ত বাঙ্গালায় দুইজন শাসনকৰ্ত্ত ছিলেন কিন্তু যখন মহম্মদ তখলক মহারাজ সকল প্রজার নিকটে ঘুলিত হইলেন তখন ফকীরউদ্দিন নামক এক জন সোনারগার শাসনকত্তার যুদ্ধের সজ্জাবাহক ছিলেন, সেই ব্যক্তি সৈন্য দিগের বশীভূত করিয়া বাঙ্গালার প্রভু হইলেন, তিনি আপন নামে খুতবা পড়িলেন ও টাক মুদ্রিত করিলেন কিন্তু মহারাজ অত্যন্ত ক্ষীণত্বপ্রযুক্ত কিছুই করিতে পারেন না । ফকীর উদিন প্রায় সোনারগায় থাকতেন, অনস্তর সমুদায় দেশের লোভে গৌড়দেশ জয় করিতে যাত্রা করিলেন, কিন্তু পথিমধ্যে স্থত হইয়। মারা পড়িলেন, তাহার রাজ্য ও সমুদায়ে দুই বৎসর হইয়াছিল, তাহার পর মবারিকঅলি রাজা হইয়। সপ্তদশ মাসের পরে সমসউদ্ধিনম্বার। মার। পড়িলেন তাহাতে সমসউদ্দিন সমুদায় রাত অধিকার করিলেন, সুতরাং সুসলমানদিগের মধ্যে যথার্থৰূপে প্রথমে তিনি বাঙ্গালার স্বাধীন রাজ ছিলেন।.এইৰূপে ১২০৩ শালে মুসলমানদিগের
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৩৩
অবয়ব