( ૭ ) কৱিৰে । অহঙ্গার ওসমান আপন অধীমে বিংশতি সহসু পার্মান দেখিয়। যুদ্ধ করতে স্থির করিলেন মোগলের সুবন্তরেখীর তীর পর্যন্ত অগ্রসর হইল তথায় অতি সাহস পূর্বক এই যুদ্ধ হওয়াতে পাঠানের সৃঙ্গগুরূপ ছিন্নভিন্ন হইল। এই যুদ্ধ ১৩১১ শালে হয় এবং বাঙ্গালী"উদ্ধার করিতে তাহদিগের এই উদ্যম শেষ হইল পরে পাঠানের নিবিরোধী হইয়। ঐ দেশের প্রধানথ গ্রামে বাস করিলেন তাহাদিগের এইক্ষণে অসংখ্যক সন্তানের পাঠান নামে খ্যাত আছেন । শুবাদারস্থার পোস্তুগিস ও আরাকানদেশীয়রা পরাজিত হইলে পরে গঞ্জলিল আরাকান জাহাজ সকলের কত্তাদিগকে অপম জাহাজে আীহান করিয়া বিমীপরাধে প্রাণদণ্ড করিলেন তদনন্তর তিনি তাহারদিগের সমুদয় জাহাজ লইঞ্জ কিনারা দিয়া লুঠ করিতে চলিলেন পরে আরাকানের শহর অধিকার করিতে চেষ্টা করিলেন কিন্তু তুহীতে পরাজিত হই.' শেন । অপরাকানের রাজা এই বিশ্বাস ঘাতকতাতে (ক্রাধাবি? হইয় তাহার নিকটে যে গল্প লিস্ট্রে ভাগিনেয় •fಕತ್ವ ছিল তাহাঁকে পোস্তু, গিসদিগের চক্ষুর্গোচর হয় এমত এক উচ্চ পৰ্বতোপরি কাসে দিলেন এই সময়ে গঙ্কালিম গোয়াবলি পোস্তুগিসদিগের যে শাসনকৰ্ত্তা ছিলেন তাহাকে পত্র লিখিলে যে এইক্ষণে অনায়াসে আরাকান জয় করা যাইতে পারে তাঁহাতে তিনি উৎক্ষণাৎ কতিপয় নৌকা প্রস্তুত কল্পিয় আরাকানের নিকটে পাঠাইলেন তাহার অজ্ঞাদায়ক গঞ্জালিসের অপেক্ষা না করিয়া নদী মধ্য দিয়। যেখানে আরাকানীয়ের সুরক্ষিত ড়িল সেই স্থানে উপস্থিত হইলেন গগুলিস তাহীর সহিত পরে মিলিয় উভয়ে একত্র হইয়া আরাকান নগর আক্রমণ করিমেন কিন্তু তাঁহাতে বিলক্ষণ আঘাত পাইলেম পোস্তুগিস দিগের স্থাধিক সৈন্যধ্যক্ষ ও দুইশত ভাঁহার লোক মারাপড়িল
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৫৮
অবয়ব