পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$8 ৰাঙ্গালার ইতিহাস পাষাণ-নিৰ্ম্মিত সমাধি আছে ক্ষুদ্র ছায়াচিত্রে এই বিশালকায় মসজিদের আকৃতি অঙ্কন অসম্ভব, সেই জন্য ইহার একটি মিহরাবের চিত্র প্রদত্ত হইল । রিয়াজ-উস্-সালাতীন অনুসারে সিকন্দর শাহের প্রথম পত্নীর গর্ভজাত সপ্তদশটি ও দ্বিতীয়া পত্নীর গর্ভজাত একটি পুত্র ছিল। দ্বিতীয়া পত্নীর গর্ভজাত পুত্রের নাম গিয়াস্-উদ্দীন, তিনি সৰ্ব্বগুণসম্পন্ন ছিলেন। কথিত আছে যে, গিয়াস্-উদ্দীনের বিমাতা ঈর্ষ্যা পরবশ হইয়া সিকন্দর শাহকে বলিয়াছিলেন যে, গিয়াস্-উদ্দীন তাহার পুত্রগণকে বধ করিয়া সিংহাসন অধিকার করিতে চায়। সিকন্দর শাহ পত্নীর কথায় কর্ণপাত না করিয়া গিয়াসূ-উদ্দীনের হস্তে রাজ্যশাসনভার প্রদান করিয়াছিলেন । গিয়াস্-উদ্দীন বিমাতার ভয়ে মৃগয়ার ছলে সুবর্ণগ্রামে পলায়ন করিয়াছিলেন এবং সৈন্য সংগ্ৰহ করিয়া পিতার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন । র্তাহার সৈন্য প্রথমে সোনারগঢ়ী নামক স্থানে শিবির স্থাপন করিয়াছিলেন । সিকন্দর শাহ পাণ্ডুয়া হইতে পুত্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন এবং পরদিন পাণ্ডুয়ার নিকটবর্তী গোয়ালপাড়া গ্রামে সিকন্দর শাহ পরাজিত ও নিহত হইয়াছিলেন। রিয়াজউস্-সালাতন অনুসারে সিকন্দর শাহ নয় বৎসর কয়েক মাস রাজ্য ভোগ করিয়া ছিলেন “ । তদনুসারে ষ্টয়ার্ট র্তাহার ইতিহাসে ৭৬৯ হিজরায় (১৩৬৭ খৃষ্টাব্দে ) তাহার মৃত্যুকাল নির্দেশ করিয়াছেন ২১ । কিন্তু মুদ্রাতত্ত্বের প্রমাণ অনুসারে তিনি ৭১২ হিজরা ভং (১৩৮৯ খৃষ্টাব্দ) পর্য্যন্ত জীবিত ছিলেন । সিকন্দর শাহের সময় হইতে বাঙ্গালার ইতিহাসে মুদ্রাতত্বের প্রমাণ অতীব জটিল । ফিরোজাবাদ হইতে সিকন্দর শাহ ৭৫০–৫৪, ৭৫৮–৬০ হিজরায় নিজনামে মুদ্রাঙ্কন করাইয়াছিলেন, ১৩ ইহার মধ্যে ৭৫০ হইতে ৭৫৯ হিজরা পর্য্যন্ত র্তাহার পিতা শমস্-উদ্দীন ইলিয়াস শাহ জীবিত ছিলেন; সুতরাং সিকন্দর শাহ তাহার পিতার জীবদ্দশাতেই স্বাধীনতার চিহ্নস্বরূপ স্বনামে মুদ্রাঙ্কন আরম্ভ করিয়াছিলেন । ৭৫৯ হিজরায় শমস্-উদ্দীন ইলিয়াস (**) Ibid, plate 36. (৬০) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি,অনুবাদ, পৃঃ ১০৮।

  • (v) Stewart's History of Bengal, p. 89.

(**) Thomas, Initial Coinage of Bengal, p. 71 (*) Ibid, p. 67.