পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ বাঙ্গালার ইতিহাস ভাষায় গণেশ অথবা কংস হইতে পারে। ওয়েষ্ট মেকাট ( E. V. Westmacott) বলেন যে, “কানস,” সংস্কৃত, মূল গণেশ * । ব্লখ-ম্যান (Biochmann ) বলেন যে, “কানস” “গণেশ" হইতে পারে না, কারণ পারসিক মূলে “গাফের” পরিবর্তে সৰ্ব্বত্র “কাফ” ব্যবহৃত হইয়াছে ও । বেভারিজের ( Beveridge) মতানুসারে “কানসূ” “গণেশ" হওয়াই সম্ভব, কারণ পারসিক হস্তলিখিত গ্রন্থে সাধারণতঃ “গাফের” পরিবর্তে "কাফ" লিখিত হয় ডাক্তার বুকানন হামিলটন (Buchanan Hamilton ) তাহার “প্রাচ্যভারত” নামক গ্রন্থে দিনাজপুর জেলার বিবরণে গণেশ নামই ব্যবহার করিয়াছেন , । “কাফের” পরে “আলিফ" সংযুক্ত থাকায় নামটি সংস্কৃত ও বাঙ্গালা ভাষায় গণেশ হওয়াই অধিকতর সম্ভবপর। রিয়াজ-উস্সালাতন অনুসারে গণেশ ভাতুরিয়ার রাজা বা জমিদার * । হামিলটনের মতানুসারে গণেশ দিনাজের ( দিনাজপুরের ?) হাকিম আইন-ইআকবরীতে ভাতুরিয়ার নাম নাই, কিন্তু রেনেলের (Rennel ) মানচিত্র অনুসারে ইহা একটি বিস্তৃত পরগণা, ইহার পশ্চিমে মহানন্দ এবং পুনর্ভবা নদী, দক্ষিণে গঙ্গা এবং পূৰ্ব্বে করতোয় ইহার সীমা ৮। প্ল্যাডউইন ( Gladwin ) সঙ্কলিত রাজস্ব-বিবরণ অনুসারে ভাতুরিয়ার সের একপ্রকার ওজন • । গ্রান্টের ( Grant ) বিবরণ অনুসারে ভাতুরিয়া একটি প্রাচীন পরগণা এবং এক সময়ে ইহা নবাব মুয়জম খা, খান-ই-খানানের ( মীরজুমূলার ) জায়গীর ছিল এককালে নাটোর ভাতুরিয়া পরগণার অন্তর্গত ছিল গণেশ কি জাতি ছিলেন, তাহ নির্ণয় করিবার কোন উপায় (e) Journal of the Asiatic Society of Bengal. Old Series, Vol. XLIV, 1875, pt. I, p. 287. (8) Ibid, Voi. LXI, 1892, pt. I, p. 118. (¢) Eastern India, Vol. II, p, 618. (৬) রিয়াজ-উস-সাল্লাতান, ইংরাজি অনুবাদ, পৃঃ ১১৩, পাদটীকা । (^) Eastern India, Vol. II, p. 618. (v) Rennell's Atlas, 1778. 輸 (a) Revenue Accounts, 1790, p. 13. (So) Grant's Fifth report, p. 347. * (SS) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol, LXI, 1892, pt. I, 120. -