পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ ჯ8ტ খৃষ্টাব্দে ) আহমদ শাহের মৃত্যু হইয়াছিল । তাহার রাজ্যকালের শেষভাগে ইলিয়াস শাহের বংশজাত নাসির-উদ্দীন অত্যন্ত প্রবল হইয়া উঠিয়াছিলেন এবং অন্ততঃ ৮৪৬ হিজর (১৪৪২ খৃষ্টাব্দ ) হইতে নিজনামে মুদ্রাঙ্কন আরম্ভ করিয়াছিলেন শমস্-উদ্দীন আহমদ শাহের রাজ্যকালের কোনও শিলালিপি বা প্রাচীন কীৰ্ত্তি অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. 2KLII, 1873, pt. 1873, pt. I, p. 269.