পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अझेभ *ब्रिटळहम ప్రిలి নিৰ্ম্মাণ করাইয়াছিলেন •• । ৮৬১ হিজরায় (১৪৫৭ খৃষ্টাব্দে ) মুসন্মং বখণ্ড বিনং নাম্নী এক মহিলা ঢাকা নগরে একটি মসজিদনিৰ্ম্মাণ করাইয়াছিলেন** । এই মসজিদের শিলালিপি বর্তমান সময়ে একটি আধুনিক গৃহের প্রাচীরে সংলগ্ন আছে । নাসির-উদ্দীন মহমুদ শাহের রাজ্যকালে৮৬১ হিজরায় (১৪৫৭ খৃষ্টাব্দে তত্ত্ববিয়ং খপং কর্তৃক সপ্তগ্রামে একটি গৃহ নিৰ্ম্মিত হইয়াছিল । এই শিলালিপিটি বর্তমান সময়ে ত্রিশবিঘা গ্রামে শেখ জমাল-উদ্দীনের সমাধির পার্শ্বে পতিত আছে ১২ । গৌড়ের ধ্বংসাবশেষ মধ্যে কোংওয়ালী দরওয়াজায় একখানি শিলালিপি সংলগ্ন আছে, তদনুসারে ৮৬২ হিজরায়, শফর মাসের পঞ্চম দিবসে ( ২৩ শে ডিসেম্বর ১৪৫৭ খৃষ্টাব্দে ) নাসিরূ-উদ্দীন মহমুদ শাহের রাজাকালে একটি সেতু নিৰ্ম্মিত হইয়াছিল। রথম্যোন অনুমান করেন যে, কোৎওয়ালী দরওয়াজার নিকটে যে পাচ খিলানের সেতু আছে, এই শিলালিপিখানি তাহাতে সংলগ্ন ছিল ১৩ । ৮৬৩ হিজরার শাবান মাসের বিংশতি দিবসে ( ১৪৫৮ খৃষ্টাব্দে ) মবারকাবাদ নামক সীমান্তস্থিত প্রদেশে খোজা জহান কর্তৃক একটি তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল। এই তোরণের শিলালিপি মাত্র আবিষ্কৃত হইয়াছে এবং উহা ঢাকার চিত্রশালায় রক্ষিত আছে * । পাণ্ডুয়ার ছোট দরগায় একখানি শিলালিপি রক্ষিত আছে, তদনুসারে জিলহিজ মাসের অষ্টবিংশতি দিবসে ৮৬৩ হিজরায় সোমবারে (২৬শে অক্টোবর ১৪৫৯ খৃষ্টাব্দে ) লতীফ খাঁ কর্তৃক জনৈক মুসলমান সাধুর সমাধি নিৰ্ম্মিত হইয়াছিল ৯৫ । এই সকল শিলালিপির প্রমাণের উপর নির্ভর (so) Journal of Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt. I, p. 294 : Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, .p. 72. (ss) Journal & Proceedings of the Asiatic Society of Bengal. 'New Series, Vol. Wil, p. 145. (ss) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XXXIX, 1870, pt. I, pp. 299-293. Ibid, Vol. XLII, 1873, pt. I, pp. 270—71. (se) Ibid, Vol, XLIV, I875, pt. I, p. 289. (ss) Ibid, Vol. XLI, 1872, pt. I, pp. 107-8; Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. VI, pp. I45. (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII, 1873, pt. I, p. 271 ; Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, p. 52.