পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$8 বাঙ্গালার ইতিহাস করিয়াছিল"। কামতাপুরের রাজা নীলাম্বরের ব্রাহ্মণ জাতীয় মন্ত্রীর পুত্র রাজান্তঃপুরের পবিত্রতা নষ্ট করায় নীলাম্বর মন্ত্ৰিপুত্রকে হত্যা করিয়া পিতাকে পৃত্রের মাংস ভক্ষণ করিতে বাধা করিয়াছিলেন। মন্ত্রি, পুত্রের পাপক্ষালনের জন্য গঙ্গাস্নানের ছলে গৌড়ে হোসেন শাহের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । হোসেন শাহ, সেই ব্রাহ্মণের নিকট খ্যেনরোজ্যের আভ্যন্তরীণ অবস্থা জ্ঞাত হইয়া কামতাপুর আক্রমণ করিয়াছিলেন। তিনি কামতাপুর অবরোধ করিয়া খ্যেনরাজের বিশেষ ক্ষতি করিতে পারেন নাই । কথিত আছে যে, হোসেন শাহ বিফলমনোরথ হইয় অবশেষে গৌড়ে প্রত্যাবর্তন করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন এবং নীলাম্বরকে বলিয়া পাঠাইয়াছিলেন যে, তাহার পত্নী নীলাম্বরের পত্নীর সাক্ষাৎ প্রার্থনা করেন । বস্ত্রাচ্ছাদিত শিবিকায় মুসলমান সেনার কিয়দংশ কামতাপুর নগরে প্রবেশ করিয়া নগর অধিকার করিয়াছিলেন। নীলাম্বর বন্দিরূপে গোঁড়ে প্রেরিত হইয়াছিলেন, কিন্তু পথে পলায়ন করিয়া আত্মরক্ষা করিয়াছিলেন • । জনপ্রবাদ অনুসারে ১৪৯৮ খৃষ্টাব্দে কামতাপুর মুসলমানগণ কর্তৃক অধিকৃত হইয়াছিল। কামতাপুর অধিকৃত হইলে হোসেনশাহ পূৰ্ব্বে বড়নদী পর্যন্ত সমস্ত ভূভাগ অধিকার করিয়া তাহার পুত্রকে শাসনকর্তৃ স্বরূপ হাজোতে রাখিয়া গৌড়ে প্রত্যাবর্তন করিয়াছিলেন । হোসেন শাহের এই পুত্রের নাম দানিয়াল। মুঙ্গেরের শাহ নফার দরগার শিলালিপিতে দানিয়ালের নাম পাওয়া যায়। মুঙ্গের দুর্গের পুরাতন প্রাচীরের নিকটে শাহনফা নামক মুসলমান ফকীরের দরগা আছে, এই দরগার পূর্বদিকের প্রাচীরে একখানি শিলালিপি আছে, তদনুসারে ১০৩ হিজরায় (১৪৯৭-৯৮ খৃষ্টাব্দে ) আলা-উদ্দীন হোসেন শাহের রাজ্যকালে রাজপুত্র দানিয়াল একটি গম্বুজ নিৰ্মাণ করিয়াছিলেন •• । বাওনীর মন্তখেব-উৎ-তওয়ারিখে শাহজাদা দানিয়ালের কিঞ্চিৎ পরিচয় পাওয়া যায়। ১০০ হিজরায় { ১৪৯৪ খৃষ্টাব্দে ) দিল্লীর সুলতান সিকদর লোদী পাটনায় বিদ্রোহদমন করিতে আসিয়াছিলেন, এই অভিযানে দিল্লীশ্বরের সেনার বহু অশ্ব নিহত 8 (ev) Gait's History of Assam, p. 41. (ea) Ibid, pp. 42-43. (ec) Journal of the Asiatic Society of Bengal, old series, Vols XLI, 1872, pt. I, p. 335.