পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৪ বাঙ্গালার ইতিহাস মসজিদের ছাদ পড়িয়া গিয়াছে ১২ । ইহার দুই এক বৎসর পরে উক্ত মসজিদের পার্থে জমাদ-উদ্দীন আমূলীর সমাধি নিৰ্ম্মিত হইয়াছিল।" ৬৭ হিজরায় মহম্মদের পদচিহ্ন রক্ষা করিবার জন্য একটি গৃহ নিৰ্ম্মিত হইয়াছিল, ইহা কদম-রসূল বা কদমূ-শরীফ নামে পরিচিত ৩। নাসিরূ-উদ্দীন নসরৎ শাহ বহু অর্থব্যয় করিয়া গোঁড়ে তাহার পিতার সমাধি নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষভাগেও এই সমাধি বিদ্যমান ছিল। ১৮১০ খৃষ্টাব্দে ফ্রাঙ্কলিন ইহা দর্শন করিয়াছিলেন, তখন ইহা বাদশাহ-কা-কবর নামে পরিচিত ছিল । ইহার তোরণ প্রস্তরনিৰ্ম্মিত এবং দ্বারের চারিদিক নীল ও শ্বেতবর্ণ চীনামাটির টালি দিয়া আচ্ছন্ন ছিল । চারিকোণে চারিটি মিনার ছিল, প্রত্যেক মিনারে এক একটি প্রস্তরময় পদ্ম ছিল এবং বৃক্ষ, লতা ওপুষ্পাদির চিত্রে শোভিত ছিল । গৃহের অভ্যন্তরে আলা-উদ্দীন হোসেন শাহ ও তদ্বংশীয় অন্যান্য ব্যক্তিগণের সমাধি ছিল । ইহার অভ্যন্তরভাগ শ্বেত ও নীলবর্ণের চীনাটালি দিয়া আবৃত ছিল । বৰ্ত্তমান সময়ে ইহার ভিত্তিমাত্র অবশিষ্ট আছে। ক্রেটন এই সমাধি দর্শন করিয়া খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর পে ষ ভাগে ইহার চিত্র অঙ্কন করিয়াছিলেন তই । নাসির-উদ্দীন নসরৎ শাহের রাজ্যকালের বহু শিলালিপি আবিষ্কৃত হইয়াছে। গৌড়ের অন্যতম প্রধান তোরণ দাখিল দরওয়াজ বা দখল দরওয়াজার নিকটে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে ৯২৬ হিজরায় (১৫১৯-২০ খৃষ্টাব্দে ) নাসির-উদ্দীন নসরৎ শাহ কর্তৃক একটি তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল । সম্ভবতঃ এই শিলালিপি এককালে দখল দরওয়াজায় সংলগ্ন ছিল এবং উক্ত প্রসিদ্ধ তোরণ নসরৎ শাহ কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল ৬৪ । সুবর্ণগ্রামে সাদীপুরে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে ৯২৯ হিজরায় (১৫২৩ খৃষ্টাব্দে ) নসরৎ শাহের রাজাকালে মুখতার-উল-মজলিস উপাধিধারী আইন-উদ্দীনের পুত্র, সরওয়ারের পৌত্র, প্রধান ব্যবহারজীবী, হাদীগণের (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XXXIX, 1870, p. 297. (we) Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, p. 20, pt. 12. (•*) Creighton's Ruins of Gour, pl. VIII. ' (*) Epistaphia Indo-Moslemica, 1911-12, pp. 3-7, pt.xxi.