পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৬ বাঙ্গালার ইতিহাস শাহের রাজ্যকালে মজলিস করার পুত্র ধ। মুয়জম খালফ খণ একটি জার্মী মসজিদের ভোরণ নিম্মর্ণণ করাইয়াছিলেন সপ্তগ্রামের ধ্বংসাবশেষ মধ্যে ত্রিশবিঘাগ্রামে একটি মসজিদে সংলগ্ন শিলালিপি অনুসারে ১৩৬ হিজরার রমজান মাসে (মে মাস ১৫২৯ খৃষ্টাব্দে) আমূলবাসী শেখ ফখর-উদ্দীনের পুত্র সৈয়দ জমাল-উদ্দীন উক্ত মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । উক্তস্থানে আবিষ্কৃত আর একখানি শিলালিপি অনুসারে উক্তবর্ষে জমাল-উদ্দীন আর একটি জার্মী মসজিদ নিম্মর্শণ করাইয়াছিলেন ৭৬ ৷ বন্ধুবর গ্রীযুক্ত গুরুদাস সরকার মুর্শদাবাদ সহরে ত্রিপোলিয়া দরওয়াজার উপরে একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছেন, তদনুসারে নসরৎ শাহ ১৩৬ হিজরায় একটি তোরণ নিম্মর্ণণ করাইয়াছিলেন গৌড়ের প্রসিদ্ধ কদম-রসূল মন্দিরের বেদী নসরৎ শাহ কর্তৃক ৯৩৭ হিজরায় (১৫৩০ খৃষ্টাব্দে ) নিৰ্ম্মিত হইয়াছিল ৮। মালদহে চালসাপড়া নামক স্থানে আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে ৯৩৮ হিজরায় (১৫৩১-৩২ খৃষ্টাব্দে ) নসরৎ শাহ একটি কূপ খনন করাইয়াছিলেন ৭৯ । মালদহ জেলায় কালিন্দীনদীর উত্তরতীরে সোলপুর নাগরাই গ্রামে শেখ নুর কুতব-উল-আলমের চিল্লাখানা বা উপাসনা-গৃহের একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে । ইহাতে তারিখ নাই এবং ইহা অনুসারে নসরৎ শাহের রাজ্যকালে মজলিস সিরাজ একটি জামী মসজিদ নিম্মর্ণণ করাইয়াছিলেন ৮° । "নাসির-উদ্দীন নসরৎ শাহের বহু রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে। এই সকল মুদ্র নস্রতাবাদ ", (18) Ibid, Vol. XLIII, 1874, pt. I, pp. 307-8. + (*) Ibid, Vol. XXXIX, 1870, p. 297. (*) Ibid, p. 228. (**) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XIII. (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLI, 1872, pt. I, p. 338. (*») Ibid, Vol. XLII, 1874, pt. I, p. 308, 0 (vo) Ibid. (vo) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, p. 177, Nos. 208-10