পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ నరికి উঠিয়াছিলেন এবং নবদ্বীপে আসিয়া অধ্যাপনাদি পরিত্যাগ করিয়াছিলেন। এই সময়ে বিশ্বস্তরের সহিত শান্তিপুরনিবাসী অদ্বৈতাচার্যের পরিচয় হইয়াছিল এবং নিত্যানন্দ নামক একজন সন্ন্যাসী উপহার নিকটে আসিয়াছিলেন । নবদ্বীপবাসিগণ ক্রমশঃ বিশ্বম্ভরকে শ্রীকৃষ্ণের ও নিত্যানন্দকে বলরামের অবতার বলিয়া বিশ্বাস করিতে আরম্ভ করিয়াছিল । নবদ্বীপ নগরের পথে দলে দলে ভক্তগণ নাম কীৰ্ত্তন করিত । এই সময়ে নবদ্বীপে জগাই ও মাধাই নামক ব্রাহ্মণদ্বয় অত্যন্ত অত্যাচার করিত । ইহারা অর্থ দিয়া মুসলমান বিচারপতি অথবা শাসনকৰ্ত্তাকে বশ করিয়া নবদ্বীপে যথেচ্ছাচার করিত। জয়ানন্দ ইহাদিগের সম্বন্ধে বলিয়াছেন— - অন্নযোনিবিচার নাহিক দুই ভাই । শ্চানসন্ধ্যাবিবর্জত জগাই মাধাই । গোবধ ব্রহ্মবধ স্ত্ৰীবধ জত জত । বলে ছলে গুরুপত্নী হরে কত শত । গোমাংস শূকরমাংস করে সুরাপান । ধৰ্ম্মকথা না শুনে না করে গঙ্গাশচান । শিশু সব আছড়িঞা মারে শিলাপটে । কত কত গর্ভবতীর কত গর্ভ কটে ॥ গলে যজ্ঞসূত্র বান্ধা জেন সিংহনাদ । উত্তম বধির প্রায় মহাপরমাঙ্গ । উদয়াস্ত জ্ঞান নাহি মদিরাভক্ষণে । ঘূর্ণিতলোচনচারু পূর্ণ শক্রাসনে। দযুগণ সঙ্গে থাকি ঘরে অগ্নি দেই। বুকে বঁাশ দিঞা কারো সৰ্ব্বস্ব নেই ২৩ ৷৷ লোচনদাস-রচিত চৈতন্যমঙ্গলেও এইরূপ বিবরণ দেখিতে পাওয়া যায়— ব্ৰাহ্মণী যবনী গুৰ্ব্বঙ্গণা নাহি এড়ে । সুরাপান পাইলে সকল কৰ্ম্ম ছাড়ে। দেব-গুরু-ব্রাহ্মণের হিংস নিরন্তর। বাহির হইলে বিনে বধে না যায় ঘর । (९७) अंब्रिश्न. अंशवली, १, श्रृंः ११