পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩২ বাঙ্গালার ইতিহাস ব্ৰহ্মবধ গোবধ স্ত্রীবধ * শত শত ২ঠ । লিখিতে না পারি—পাপ করিয়াছে কত ২ ট। জগাই, মাধাই ও অন্যান্য পাষণ্ডগণ নগর সঙ্কীর্তনে অত্যন্ত ক্রুদ্ধ হইত। জগাই ও মাধাই তুষ্টবৃত্তি ত্যাগ করিয়া অবশেষে বিশ্বম্ভরের শরণাপন্ন হইয়াছিল। এই সময়ে চব্বিশ বৎসর বয়সে ( ১৪৩১ শকাব্দে, ১৫০৯ খৃষ্টাব্দে ) বিশ্বম্ভর গৃহত্যাগ করিয়া সন্ন্যাস অবলম্বন করিয়াছিলেন ২৫ । উত্তরায়ণের দিনে গৃহত্যাগ করিয়া বিশ্বম্ভর ইন্দ্রাণীর নিকটে অবস্থিত কাটোয়ণ নিবাসী কেশব ভারতীর নিকট গমন করিয়াছিলেন। র্তাহার অনুরোধে কেশব ভারতী তাহাকে দীক্ষিত করিয়া শ্ৰীকৃষ্ণচৈতন্য নাম দিয়াছিলেন ২৬ । কাটোয়ণ হইতে চৈতন্য শান্তিপুরে অদ্বৈত আচার্য্যের গৃহে গমন করিয়াছিলেন। শান্তিপুর হইতে শ্রীচৈতন্য পুরুষোত্তম যাত্রা করিয়াছিলেন । কৰ্ম্মকার জাতীয় গোবিন্দদাস-বিরচিত কড়চায় চৈতন্তের তীর্থযাত্রার বিবরণ প্রদত্ত হইয়াছে। বৰ্দ্ধমানে আসিয়া কাঞ্চননগর-নিবাসী গোবিন্দদাস আকুল হইয়া পড়িয়াছিলেন ২৭ ৷ জয়ানন্দের চৈতন্যমঙ্গলানুসারে, চৈতন্য শান্তিপুর হইতে আন্থয়ায় গিয়াছিলেন এবং আস্বয়া হইতে গঙ্গার বাম তীর অবলম্বনে কাচমনি বেতড়া দক্ষিণে রাখিয়া কুলীনগ্রামে উপস্থিত হইয়াছিলেন ২৮ । কড়চা অনুসারে, চৈতন্য দামোদর পার হইয়া কাশী মিত্রের গৃহে অতিথি হইয়াছিলেন। কাশীপুর হইতে হাজীপুর হইয়া চৈতন্য মেদিনীপুরের নিকটে উপস্থিত হইয়াছিলেনং*; কিন্তু চৈতন্যমঙ্গলানুসারে, চৈতন্য দেবনদ পার হইয়া সেয়াখালী দিয়া তমলিপ্তে (তমলুকে) উপস্থিত হইয়াছিলেন। মন্ত্রেশ্বরকুলে বিষ্ণুদৰ্শন করিয়া সুবর্ণরেখা পার হইয়া চৈতন্য বারাসতে পৌঁছিয়াছিলেন ত" । কড়চা অনুসারে মেদিনীপুরের নিকটে কেশব সামন্ত নামক একজন ধনী, চৈতন্যকে প্রলোভন দেখাইয়া সন্ন্যাসমার্গ হইতে বিচলিত করিবার চেষ্টা করিয়াছিলেন। এই (২৪) লোচনদাস-বিরচিত চৈতন্যমঙ্গল, মধ্যখণ্ড, পৃঃ ১১২-১৩। (২৫) চৈতন্যচরিভাস্থত, আদিঙ্গীলা, ত্রয়োদশ পরিচ্ছেদ, পৃঃ ৫৯ ৷ {२७) &छछनTछांशदङ, यषार्थ७, २७ * जषriब्र, श्रृं: ७७s-७१ ।। (২৭) গোবিলদাসের কড়চা, জয়গোপাল গোস্বামী সম্পাদিত, পৃঃ ২৮-২৯। (९४) गब्रिवन् अंशंवत्री, १, श्रृं: ** । (২৯) গোবিলদাসের কড়চা, পৃঃ ৩০-es। ا نهد-هد : ۹ ,tfrtr strin (مه)