পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै¢७ বাঙ্গালার ইতিহাস জৌনপুরের মোঙ্গেলগণ নগর পরিত্যাগ করিয়া পলায়ন করিয়াছিল। সুলতান মহমুদ জৌনপুরে অৰস্থান করিতেছিলেন এবং তাহার সেনাপতিগণ অগ্রসর হইয়া লক্ষুেী অধিকার করিয়াছিলেন । লক্ষুেীতে উভয় সেনার সাক্ষাং হইয়াছিল। এই সময়ে, শের খণ গোপনে হিন্দুবেগকে পত্র লিখিয়া হুমায়ূনের অধীনতা স্বীকার করিয়াছিলেন। সুলতান মহমুদের সহিত মোঙ্গেলসেনার যুদ্ধ আরম্ভ হইলে, শের খ’ যুদ্ধ না করিয়া যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করিয়াছিলেন এবং সেইজন্য আফগান সেনা পরাজিত হইয়াছিগ** । ইব্রাহিম খণ ইউসফখেল এবং মিয়" বায়াজিদ অদ্ভুত বীরত্ব প্রদর্শন করিয়া নিহত হইয়াছিলেন, সুলতান মহমূদ পাটনায় পলায়ন করিয়াছিলেন এবং আফগান আমীরগণ ছত্রভঙ্গ হইয়া পলায়ন করিয়াছিলেন ৩৫ ৷ তারিখ-ই-খা-জহান্‌লোদী অনুসারে ৯৪৪ হিজরায়৩* এবং তারিখ-ই-শেরশাহী অনুসারে ৯৪৯ হিজরায়৩৭, সুলতান মহমুদ লোদীর মৃত্যু হইয়াকিল। তারিখ-ই-দাউদী অনুসারে, উড়িয়ায় তাহার দেহান্ত হইয়াছিলs৮ । সুলতান মহমূদ পরাজিত হইলে হুমায়ূন হিন্থবেগকে চুপার দুর্গ অধিকার করিতে প্রেরণ করিয়াছিলেন, কিন্তু শের খী দুর্গের অধিকার প্রদান করিতে স্বীকৃত হন নাই এবং তাহার পুত্র জলাল থাকে দুৰ্গরক্ষার্থ নিযুক্ত করিয়া স্বয়ং নহব্ৰুকুণ্ডায় ( পাঠান্তর বহরকুণ্ডায় ) পলায়ন করিয়াছিলেন• । হুমায়ূন চুণার । দুর্গ অবরোধ করিয়াছিলেন । তিনি এই সময়ে সংবাদ পাইলেন যে, বয়ান ত্বর্গে অবরুদ্ধ মীর্জ মহম্মদ জমান, কৃত্রিম ফৰ্ম্মাণ দেখাইয়া পলায়ন করিয়াছেন এবং গুজরাটের অধীশ্বর সুলতান বহদির শাহ দিল্লী আক্রমণের উদ্যোগ করিতেছেন । এই সংবাদ পাইয়া হুমায়ূন শের খণর প্রস্তাবানুসারে, তাহার পুত্র কুতর খণকে প্রতিত্বস্বরূপ গ্রহণ করিয়া আগ্রা যাত্রা করিয়াছিলেন”। শের খ", এই অবসরে মগধে স্বীয় অধিকার সুদৃঢ় করিয়া সেনা সংগ্রহ করিতে আরম্ভ করিয়াছিলেন। গুজরাটের অধীশ্বর সুলতান বহাদর শাহ পরাজিত হইলে তাহার অধীন আফগান প্রধান ও কৰ্ম্মচারিগণ শের খাঁর দলে যোগদান (ee) Ibid., p. 349. (et) Ibid, p. 350. (*) Ibid, note 1. (es) Ibid., p. 350. (*) Ibid, note 1. (*) Ibid, p. 330, (so) Ibid, p. 331;