পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ ९6१ করিয়াছিলেন । এই সময়ে সেনা সংগ্ৰহ করিয়া শের খুঁ গৌড়রাজ্য আক্রমণ করিয়াছিলেন এবং শিক্রীগলির গিরিপথ অধিকার করিয়াছিলেন । হুমায়ুন গুজরাট হইতে ফিরিয়া আসিলে খান খানান ইউসফখেল তাহাকে, শের খাকে দমন করিতে অনুরোধ করিয়াছিলেন। তদনুসারে, হুমায়ূন ৯৪৩ হিজরায় শের বা সম্বন্ধীয় সংবাদ সংগ্রহের জন্য হিন্দুবেগকে জৌনপুরে প্রেরণ করিয়াছিলেন । শের খ৷ নানাবিধ উপহার পাঠাইয়া হিন্দুবেগকে সন্তুষ্ট করিয়াছিলেন এবং তাহার অনুরোধে হুমায়ুন সে বৎসর মগধ ও গোঁড়াভিমুখে যাত্রা করেন নাই°২ ৷ পর বৎসর (৯৪৪ হিজরায়, ১৫৩৮ খৃষ্টাব্দে ) হুমায়ূন মগধাভিমুখে যাত্রা করিয়া চুণার দুর্গ অবরোধ করিয়াছিলেন” । হুমায়ূনের আগমনের পূর্বে শের খাঁ তাহার পুত্র জলাল খ ও কর্মচারী খাওয়াস থাকে গোঁড়রাজ্য অধিকার করিতে প্রেরণ করিয়াছিলেন গিয়াস-উদ্দীন মহমুদ শাহ পরাজিত হইয়া গৌড়নগরে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । হুমায়ুন চুণার দ্বর্গ অবরোধ করিলে খান-খানান ইউসফখেল তাহাকে সত্বর গোঁড়াভিমুখে যাত্রা করিতে অনুরোধ করিয়াছিলেন, কারণ গোঁড়নগরে বহু ধনসম্পত্তি ছিল। গৌড়নগর শের খুঁ কর্তৃক অধিকৃত হইলে এই সমস্ত ধনসম্পত্তি শের খার হস্তগত হইবে এবং তাহ হইলে তিনি অত্যন্ত প্রবল হইয় উঠবেন । হুমায়ূন এই অনুরোধ উপেক্ষা করিয়াছিলেন বলিয়া গৌড়রাজ্য র্তাহার হস্তগত হইলেও তিনি উহ্য রক্ষা করিতে পারেন নাই এবং অবশেষে ভারতবর্ষ পরিত্যাগ , করিতে বাধ্য হইয়াছিলেন । এই সময়ে শের খী কৌশলে রোহতাস্ দুর্গ অধিকার করিয়াছিলেন । রোহতাস ত্বর্গের হিস্থজাতীয় অধিপতি, পূর্বে একবার শের ধার ত্বঃসময়ে তাহার ভ্রাতা নিজামৃ ধী ও র্তাহার পরিবারবর্গকে আশ্রয় প্রদান করিয়াছিলেন। শের খা, তাহার পরিবারবর্গের জন্ম দ্বিতীয়বার রোহতাস ত্বৰ্গে আশ্রয় ভিক্ষণ করিলে রোহতাসের অধীশ্বর সম্মত হন নাই**। ফেরেশতা অনুসারে রোহতাসের হিন্দুরাজার নাম হরেকৃষ্ণ রায়** । চূড়ামণ নামক এক ব্ৰাহ্মণ (s?) Ibid, p. 352. (sa) Ibid, p. 356. (se) Ibid., pp. 304 and 357. (88) Ibid, p. 356. (se) Ibid., p. 338. (৫৬) তারিখ-ই-ফেরেশত, পারস্য স্থল, মণ্ডল কিশোর প্রেস, পৃঃ ২২৪ । - זיוש עתשוf-ף.צ