পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ বাঙ্গালার ইতিহাস কুলবধুর সহিত বন্দী হইয়াছিলেন” এবং মোঙ্গোল-শিবিরের ধনরত্ন ও অস্ত্রশস্ত্র শের খণর হস্তগত হইয়াছিল। শের খণর আক্রমণ-সংবাদ প্রবণ করিয়া হুমায়ূন তাহার পত্নীর রক্ষার্থ খোজা মুয়জম্কে প্রেরণ করিয়াছিলেন” । কিন্তু অবশেষে তিনি স্বয়ং অশ্বপৃষ্ঠ হইতে গঙ্গাজলে লম্ফপ্রদান করিতে বাধ্য হইয়াছিলেন । এই সময়ে একজন ভিস্তি মশক দিয়া তাহার প্রাণরক্ষা কবিয়াছিল’ । ৯৪৬ হিজরার শফর মাসের নবম দিবসে (২৬শে জুন ১৫৩৯ খৃষ্টাব্দে ), নাসিরূ-উদ্দীন মহম্মদ হুমায়ূন বাদশাহ, বক্সর ও চৌসার মধবর্তী ছাপরঘাট নামক স্থানে শের খ*ার নিকট পরাজিত হইয়া একাকী কনৌজে পলায়ন করিয়াছিলেন । হুমায়ূনের পত্নী ও মোঙ্গোল রমণীগণ রোহতাস ত্বর্গে প্রেরিত হইয়াছিলেন” এবং শের খণ, স্বয়ং হুমায়ূনের পশ্চাদ্ধাবন করিয়া কনৌজে আসিয়াছিলেন । হুমায়ুন কনৌজ হইতে আগ্রায় পলায়ন করিলে শের খ7 গৌড়ে প্রত্যাবর্তন করিয়াছিলেন।৮৪ । { হুমায়ূন কর্তৃক নিযুক্ত গৌড়ের শানসকর্তা জাহাঙ্গীর কুলী বেগ, জলাল খ7 জালু ও হাজী খ" বটুনী কত্ত্ব’ক পরাজিত ও সসৈন্যে নিহত হইয়াছিলেন। বাদশাহ বাবরকে ভারতবর্ষে আনয়নের অপরাধে, খান-খানান ইউসফখেলত প্রাণদণ্ডে দণ্ডিত হইয়াছিলেন । মগধ ও গৌড়দেশ মোঙ্গোলশূন্য করিয়া ১৪৬ হিজরায় শের খ৭ গৌড়ে ফরাদ-উদ্দীন আবুল মজঃফর শের শাহ নাম গ্রহণ করিয়া সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । । রিয়াজ-উস্ সালাতীন অনুসারে, শের শাহ এক বৎসর কাল গৌড়ে বাস করিয়া বিশৃঙ্খল গৌড়রাজ্যে শাস্তিস্থাপন করিয়াছিলেন। ইহার পরে, খিজর খণকে গৌড়ের শাসনকর্তা নিযুক্ত করিয়া শের শাহ আগ্র অভিমুখে যাত্রা করিয়াছিলেন” । (**) Elliot's History of India, Vol. IV, p. 376. - (vo) Dorn's History of the Afghans, pt. I, p. 122. (ws) Ibid. (wo) James Burgess, Chronology of Modern India, p. 27. (ve) Elliot's History of India, Vol. IV, p. 376. (vs) Ibid, fl. 378. (৮) তারিখ-ই-ফেরেশতা, পারস্য মূল, নঙল কিশোর প্রেস, লক্ষে), পৃ: ২২৬। (*) Elliot's History of India, Vol. IV, p. 379. (৮৭) মত খৰ-উৎ-তওয়ারিখ , ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃ: ৪৬১ । (১৮) বিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৪৫ ৷