পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ Sés তিনি রক্ষা পাইয়াছিলেন। আদিল ধী দরবারে যথারীতি ইসলাম শাহকে রাজ্যেশ্বর বলিয়া স্বীকার করিলে বয়ানা ত্বৰ্গ ও দুই তিনখানি গ্রামের অধিকার পাইয়াছিলেন° ৪ । - এই সময়ে মহম্মদ খা সূর, কাজী ফজলতের পরিবতে গৌড়ের ও তীরভূক্তির শাসনকৰ্ত্তীর্ণ নিযুক্ত হইয়াছিলেন এবং মিয়" সোলেমান কররাণী মগধের শাসনকৰ্ত্তণ নিযুক্ত হইয়াছিলেন । আদিল শ্ৰী অধীনতা স্বীকার করিলেও ইসলাম শাহ সন্তুষ্ট হন নাই । তিনি গাজী খী মহল্পীকে বয়ানায় প্রেরণ করিয়া তাহাকে বন্দী করিতে আদেশ করিয়াছিলেন° ৬ । শের শাহের জ্যেষ্ঠপুত্রের প্রতি অত্যাচার দেখিয়া খাওয়াস খী প্রমুখ প্রাচীন আমীরগণ তাহার পক্ষাবলম্বন করিয়াছিলেন। ফতেপুর শিক্রীর নিকটে আদিল ধী ও খাওয়াস খ্ৰী, ইসলাম শাহ কর্তৃক পরাজিত হইয়াছিলেন আদিল । পাটনায় পলায়ন করিয়াছিলেন এবং ইসা ই হজব ও খাওয়াস হুঁ মেওয়াট প্রদেশে গমন করিয়াছিলেন4৮ । ইহার পরে কোনও ইতিহাসে শের শাহের জ্যেষ্ঠপুত্র আদিল খণর উল্লেখ দেখিতে পাওয়া যায় না। ইসলাম শাহ মেওয়াট প্রদেশ আক্রমণ করিয়া ফিরোজপুরের যুদ্ধে পরাজিত হইয়াছিলেন • । খাওয়াস খণ ইহার পরে কুমায়ূনের পাৰ্ব্বত্য-প্রদেশে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । ইসলাম শাহের রাজ্যের অবশিষ্টাংশ মালবে ও পঞ্চাবে বিদ্রোহ দমনে অতিবাহিত হইয়াছিল । ৯৫৩ হিজরায় মালবের শাসনকর্তা DDDD DS BBD DBBBBBS BBD DS BB BBBB BBBB BBB পঞ্জাবের শাসনকর্তা আজম্ হুমায়ূন সরওয়ানী বিদ্রোহী হইয়াছিলেন এবং খাওয়াস শ্ৰী তাহার সহিত যোগদান করিয়াছিলেন। অম্বালার যুদ্ধে বিদ্রোহিগণ পরাজিত হইয়াছিলেন । আজম হুমায়ুন ও র্তাহার ভ্রাতা (es) Ibid, p. 152. (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIV, 1875, pt. I, p. 295. (eo) Dorn's History of the Afghans, pt. I, p. 152. (**) Ibid, p. 158. (tv) Ibid, pp. 158-59. (**) Elliot's History of fridia, Vol. IV, p. 484. (we) Chronology of Modern India, p. 31. (*) Elliot's History of India, Vol. IV, pp. 488-88,