পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९१o বাঙ্গালার ইতিহাস সৈয়দ খণ, খাওয়াস খণ যুদ্ধ করিতে অসম্মত হওয়ায় পরাজিত হইয়াছিলেন । ইহার পরে, কুমায়ূনের রাজা খাওয়াস থাকে ইসলাম শাহের হস্তে সমর্পণ করিয়াছিলেন । ইসলাম শাহের আদেশে খাওয়াস খণ দিল্লীর চকে নিহত হইয়াছিলেন" । ধনকোটের যুদ্ধে আজম্ হুমায়ুন ইসলামৃ শাহের সেনাপতি খাজা ওয়েস্কে পরাজিত করিয়া লাহোর পর্য্যন্ত তাহার পশ্চাদ্ধাবন করিয়াছিলেন” । এই সংবাদ প্রবণ করিয়া ইসলাম শাহ পঞ্জাবে গমন করিয়াছিলেন এবং ধনকেটের নিকটবর্তী সম্ভলে আজম্ হুমায়ুন ও সৈয়দ খ৭ নিয়াজীকে পরাজিত করিয়াছিলেনes । দুই বৎসরকাল পৰ্ব্বতবাসী গঙ্কর জাতি বিদ্রোহীগণকে আশ্রয় প্রদান করিয়াছিল, কিন্তু বার বার পরাজিত হইয়া তাহারা অবশেষে নিয়াজীগণকে স্থানান্তরে গমন করিতে অনুরোধ করিয়াছিল। নিয়াজীগণ কাশ্মীরে আশ্রয় গ্রহণ করিয়া নিহত হইয়াছিলেন ওখ। ইসলাম্ শাহ মানকোট, মানগঢ়, ফিরোজগঢ়, রশীদগঢ় ও শেরগঢ় নামক কতকগুলি স্বৰ্গ নিৰ্মাণ করিয়া কুমায়ুন ও শিবালিকের হিন্দুরাজগণকে অধীনতা স্বীকার করাইয়া আগ্রায় প্রত্যাবর্তন করিয়াছিলেন । এই সময়ে হুমায়ূনের ভ্রাতা মীর্জা কামরান হুমায়ূনের আশ্রয় পরিত্যাগ " করিয়া দিল্লীতে ইসলামৃ শাহের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন, কিন্তু ইসলামু শাহ প্তাহার সহিত সদ্ব্যবহার না করায় তিনি দিল্লী ত্যাগ করিয়া পুনরায় কাবুলে পলায়ন করিয়াছিলেন।১৮। ১৬১ হিজরায়২১ জিল্হিজ মাসে ষড়বিংশ দিবসে (মতান্তরে ৯৬০ হিজরায়, ১৫৫২-৫৩ খৃষ্টাব্দে) ইসলামৃ শাহের মৃত্যু হইয়াছিল। ইসলাম শাহ সাসারামে বিস্তৃত জলাশয় মধ্যে র্তাহার পিতার সমাধি নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । শের শাহ গোঁড় দেশ হইতে পঞ্জাব পর্য্যন্ত যে রাজপথ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, তাহাতে এক ক্রোশ অন্তর এক একটি (**) Dorn's History of the Afghans, pt. I, p. 166. .167 .Ibid. (w8) Ibid, p (چین) (et) Elliot's History of India, Vol. IV, p. 493. (e) Dorn's History of Afghans, pt. I, p. 168. (**) Elliot's History of India, Vol. IV, p. 494.

  • b, AB (**) Ibid, p. 505, note 1.

(*o) Journal of the Asiatic Society of Bengal, Old Scries, Vol, XLIV, 1875, pt. I, pp. 297-98. (*) List of Ancient Monuments in Bengal, Calcutta, 1893, p. 386-്.