পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S0 বাঙ্গালার ইতিহাস হিন্দু শাহ ব্যতীত অপর কোন ঐতিহাসিকের নয়নগোচর হয় নাই। তবকাংই-আকবরী প্রণেতা বখশী নিজামূ-উদ্দীন আহমদ লিপিবদ্ধ করিয়া গিয়ছেন যে, নোদিয়া ধ্বংস করিয়া বখতিয়ার তৎপরিবর্তে একটি নূতন নগর নির্মাণ করিয়াছিলেন, লখনোঁতী যে স্থানে অবস্থিত ছিল সেই স্থানেই নুতন নগর নির্মিত হইয়াছিলম আলকাদের বদাওনী লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, বখতিয়ার নিজ নামে একটি নগর স্থাপন করিয়া তাহ রাজধানী করিয়াছিলেন, সেই নগর এখন গৌড় নামে পরিচিত’ ৬ । এই সকল উক্তির মধ্যে কেৰল তবকাৎ-ই-নাসিরীর উক্তি উল্লেখযোগ্য, নোদিয়া বা নবদ্বীপ আক্রান্ত হইলেও মুসলমানগণ কর্তৃক অধিকৃত বা বিজিত হয় নাই, এই জন্যই পূৰ্ব্বে কথিত হইয়াছে যে বখতিয়ারের নদীয়া-বিজয়-কাহিনী সম্ভবতঃ অলীক’ বখতিয়ার কর্তৃক নবদ্বীপ-আক্রমণের পঞ্চপঞ্চাশদ্বর্ষ পরে নবদ্বীপ অধিকৃত হইয়াছিল এবং সেই ঘটনার স্মরণচিহ্ন-স্বরূপ, বাঙ্গালার তদানীন্তন সুলতান, মুগাসূ-উদ্দীন যুজবক নোদিয়া ও গঢ়মৰ্দ্দন বা বৰ্দ্ধনকেটের রাজস্বে নূতন মুদ্রা মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন- ৮ । সম্ভবতঃ নবদ্বীপ আক্রমণ করিয়া উহ। রক্ষণ করিতে না পারিয়া বখতিয়ার পশ্চাৎপদ হইয়াছিলেন এবং পরে লক্ষ্মণাবতী অধিকার করিয়া বাঙ্গালার প্রাচীন রাজধানীতে বাস করিয়াছিলেন । কোন সময়ে, কিরূপে, লক্ষণাবতী অধিকৃত হইয়াছিল তাহ অবগত হইবার কোন উপায়ই অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । মুসলমান ঐতিহাসিকগণ এ বিষয়ে নীরব, হিন্দুর রচিত ইতিহাস নাই এবং শিলালিপি বা তাম্রশাসনে এ বিষয়ের উল্লেখ নাই। তবকাৎ-ই-নাসিরীতে দেখিতে পাওয়া যায় যে, লক্ষ্মণাবতীকে রাজধানী করিয়া বখতিয়ার সেই রাজ্যের অর্থাৎ লক্ষ্মণসেনের রাজ্যের ভিন্ন ভিন্ন অংশ অধিকার করিয়াছিলেন ৯ । এই সকল প্রদেশ বিজয়কালে লব্ধ অর্থ ও দ্রব্যাদি সুলতান কুতবত-উদ্দীন ইবকের নিকট প্রেরিত হইয়াছিল । লক্ষ্মণাবতী জয়ের কয়েক বৎসর পরে বখতিয়ার তিব্বত জয়ের (১৫) তৰকাৎ-ই-আকবরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৫১। (১৬) মন্তথব-উৎ-তওয়ারিখ, ইংরাজী অনুবাদ, প্রথম ভাগ, পৃ. ৮৩। g১৭) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃ: ২৮০। (ow) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, p, 146, No. 6. (५०) उदकां९-रे-नागिन्नैौ, रे(बांबी चबूबांग, १ः १४० ।।