পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ পরিচ্ছেদ Տեծ পরাজিত করিয়াছিলেন। কররাণীগণ গৌড়দেশে পলায়ন করিয়াছিলেন । গৌড়ের শাসনকর্তা সলীম্‌ ৰ্থ, কাকর ও ফতে খ বটুনী কররাণীগণকে সাদরে অভ্যর্থনা করিলে তাহারা সলীম খ ও ফতে খাকে হত্যা করিয়াছিলেন । এই কথা বিশ্বাসযোগ্য নহে, কারণ মহম্মদ শাহ আদিল কখনও গৌড়দেশ অধিকার করিতে পারেন নাই এবং তৎকর্তৃক গৌড়ে শাসনকর্তা নিয়োগ সম্ভবপর : همriة آfiga তাজ খী কররাণী কর্তৃক গোঁড় অধিকৃত হইলে, তিনি র্তাহার ভ্রাত সোলেমান কররাণীর প্রতিনিধি স্বরূপ কিয়ৎকাল গৌড়রাজ্য শাসন করিয়াছিলেন । রিয়াজ-উস-সালাতন অনুসারে, তাজ থা প্রায় নয় বৎসর’ ও ব্লখ-ম্যানের মতানুসারে দুই বৎসর কাল*২ গৌড় শাসন করিয়া তাজ খ পরলোক গমন করিয়াছিলেন । , আলা-উদ্দীন হোসেন শাহের রাজাকালে কামতাপুরের হিন্দুরাজ্যের অধঃপতনের অল্পকাল পরে, উত্তরবঙ্গে একটি নূতন হিন্দুরাজ্য স্থাপিত হইয়াছিল। কামতাপুর ধ্বংসের পঞ্চবিংশ বর্ষ মধ্যে কোচ জাতীয় বিশ্বসিংহ এই নূতন রাজ্যপ্রতিষ্ঠা করিয়াছিলেন। সার এডওয়ার্ড গেই অনুমান করেন যে, ১৫১৫ খৃষ্টাব্দে বিশ্বসিংহ স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন°৩ । ১৫৪০ খৃষ্টাব্দে বিশ্বসিংহের মৃত্যু হইয়াছিল এবং তাহার জ্যেষ্ঠপুত্ৰ মল্লদেব বা নরনারায়ণ সিংহাসন লাভ করিয়াছিলেন” । নরনারায়ণের কনিষ্ঠ ভ্রাতা ও সেনাপতি শুক্লধ্বজ বা চিলরায় কোচরাজ্য বহুদূর বিস্তৃত করিয়াছিলেন । সৰ্ব্বপ্রথমে কোচরাজের সহিত আহম্রাজ সুক্লেন মুঙ্গের বিবাদ আরম্ভ হইয়াছিল ১৫৪৭ খৃষ্টাব্দে রাজপুত্র গোসাই কমল, কমলা আলি নামক বিস্তৃত উচ্চ রাজপথ নিৰ্ম্মাণ করিয়াছিলেন এবং কোচসেনা আহম্রাজ্য আক্রমণ (ee) Dorn's History of the Afghans, pt. I, pp. 179-80. (80) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIV, 1875, pt. I, p. I, 295. (ss) ब्रिव्राज.-अजू-गानांउँीन. रेरबाणि चबूबान,१ः *** । (ss) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIV. 1875, pt. I, p. 295. . r - (se) Gait's History of Assam, p. 47. (ss) Ibid, p. 48.