পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏեՆ বাঙ্গালার ইতিহাস ফতে খণ, আকবর জৌনপুরে আসিলে রোহতাস দ্বর্গ সমর্পণ করিতে স্বীকার করিয়াছিলেন, কিন্তু তিনি অঙ্গীকার রক্ষা না করায় কুলীজ খণপ্রত্যাবর্তন করিয়াছিলেন° • । ৯৭৫ হিজরায় (১৫৬৭ খৃষ্টাব্দে) আকবর চিতোর অবরোধ করিয়াছিলেন44, এই সময়ে সোলেমান খণ কররাণী, খান-থানান মুনিম্ খণর সহিত সাক্ষাং করিয়া বাদশাহের অধীনতা স্বীকার করিয়াছিলেন । আলীকুলী খণ, ধ। জমান পরাজিত হইলে তাহার সেনাপতি আসদ-উল্লাহ খা, সোলেমান খকররাণীর আশ্রয় ভিক্ষা করিয়াছিলেন এবং জমানীয়া নগর তাহার হস্তে সমর্পণ করিতে চাহিয়াছিলেন । এই সংবাদ শ্রবণ করিয়া খান-থানান দূত প্রেরণ করিয়া আসদ-উল্লাহ খাকে বশীভূত করিয়াছিলেন এবং সোলেমান কর্তৃক প্রেরিত আফগান সেনা ব্যর্থমনোরথ হইয়া প্রত্যাবর্তন করিয়াছিল ৭ । সোলেমানের সেনাপতি লোদী খ* খান-খানানের সহিত সন্ধিস্থাপন করিয়াছিলেন। ইহার পরে পাটনার নিকটে সোলেমান খী কররাণী, খানখানান মুনিম খণর সহিত সাক্ষাৎ করিয়া আকবর বাদশাহের নামে খোংবা পাঠ করাইতে ও মুদ্র মুদ্রাঙ্কন করাইতে অঙ্গীকার করিয়াছিলেন। সোলেমানের প্রধানগণ মুনিম খাকে বন্দী করিতে পরামর্শ দিয়াছিলেন, কিন্তু লোদী খণর পরামর্শে মুনিম্ খণর অঙ্গে হস্তক্ষেপ করা হয় নাই। মুনিম, খ" । অতি অল্পসংখ্যক অনুচর লইয়া আফগান শিবির পরিত্যাগ করিয়াছিলেন। ইহাঁর পরে সোলেমানের পুত্র বায়াজিদ ও লোদী খণ, খান-খানান মুনিম্ খণর সহিত সাক্ষাৎ করিয়াছিলেন এবং মুনিম খণ জৌনপুরে ও সোলেমান গৌড়ে ফিরিয়া গিয়াছিলেন ৮ । মোঙ্গোল আক্রমণের ভয় দূরীভূত হইলে সোলেমান খণ কররাণী নিশ্চিন্ত মনে উড়িষ্যা আক্রমণ করিয়াছিলেন। স্ত্রীযুক্ত মনোমোহন চক্রবর্তী মহাশয়ের মতানুসারে, ১৫৬৮ খৃষ্টাকে উড়িয়া বিজিত হইয়াছিল**। রিয়াজ-উস্ (es) أهلاده يدع به ,في . (**) Elliot's History of India, Vol. V, pp. 324-23. (৫৬) আকবর-নাম, ইংরাজি অনুবাদ, দ্বিতীয় ভাগ, পৃ: ৪৭৭। (eo) (৫৮) জাক বর-নাম, ইংরাজি অনুবাদ, দ্বিতীয় ভাগ, পূঃ ৪৭৯ । , (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. IXIX, 1900, pt. I, p. 189.