পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ পরিচ্ছেদ ՏԵհ সালাতীন অনুসারে সোলেমান ১৭৫ হিজরায় (১৫৬৭ খৃষ্টাব্দে ) উড়িষ্যা বিজয় করিয়া মুসলমান শাসনকর্ড নিযুক্ত করিয়াছিলেন” । ১৫৬০ খৃষ্টাৰো গিয়াস্-উদ্দীন জলাল শাহ রঘুভঞ্জ ছোট-রায়কে উড়িষ্ক আক্রমণ করিতে সাহায্য করিয়াছিলেন, কিন্তু রঘুভঞ্জ পরাজিত হইয়া বন্দী হইয়াছিলেন। ১৫৬৪-৬৫ খৃষ্টাব্দে আকবর বাদশাহের সহিত সন্ধিস্থাপন করিয়া হরিচন্দন মুকুন্দদেব গোঁড়রাজ্য আক্রমণ করিয়াছিলেন এবং গঙ্গাতীরে অবস্থিত সপ্তগ্রাম বন্দর অধিকার করিয়াছিলেন । আকবর যখন মেওয়ারে শিশোদীয় রাজগণের সহিত দীর্ঘকাল যুদ্ধে ব্যাপৃত ছিলেন, তখন সোলেমান খ কররাণী অবসর বুঝিয়া উড়িয়া আক্রমণ করিয়াছিলেন। মুকুন্দদেব কোটসাম দুর্গে আশ্রয় গ্রহণ করিলে সোলেমান কালাপাহাড়ের অধীনে ময়ূরভঞ্জের অরণ্যসস্থলপথে উড়িষ্ঠা আক্রমণ করিতে সৈন্য প্রেরণ করিয়াছিলেন । এই সময়ে উড়িষ্যারাজের একজন সামন্ত বিদ্রোহী হইয়াছিলেন এবং তাহার সহিত যুদ্ধে মুকুন্দদেব নিহত হইয়াছিলেন। এই বিদ্রোহী সামন্ত রাজা ও রঘুভঞ্জ ছোটরায় উড়িষ্যার সিংহাসন অধিকার করিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু উভয়েই কালাপাহাড় কর্তৃক পরাজিত ও নিহত হইয়াছিলেন । ইহার পরে হতভাগ্য ইব্রাহিম খ সুর বন্দী হইয়া নিহত হইয়াছিলেন•ং । এইরূপে, গৌড়রাজ্য মুসলমানের হস্তগত হইবার পঞ্চশত বর্ষ পরে প্রাচীন ওড় ও কোশলরাজ্যের স্বাধীনতা বিনষ্ট হইয়াছিল । নরনারায়ণ সোলেমান ধ কররাণীর রাজ্যকালে গোঁড়রাজ্য আক্রমণ করিয়াছিলেন, কিন্তু কালাপাহাড় শুক্লধ্বজকে পরাজিত করিয়া তেজপুর পর্য্যন্ত অধিকার করিয়াছিলেন। এই সময়ে কামাখ্যা ও হাজোর প্রাচীন মন্দিরসমূহ বিনষ্ট হইয়াছিল"। ১৫৬৮ খৃষ্টাব্দে সোলেমান খণ কোচ-রাজধানী আক্রমণ করিয়াছিলেন, কিন্তু সহসা উড়িষ্কার বিদ্রোহের সংবাদ শ্রবণ করিয়া ब्रांछथांनौ র্তাড়ায় প্রত্যাগমন করিয়াছিলেন•• । ৯৮o৬৫, ৯৮১৬৬ হিজরায় (৬০) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১৫২ ৷ (vs) Journal bf the Asiatic Society of Bengal, Old Series, Vol. LXIX. 1900, p. I, p. 189. (১২) জাক-বর-নাম, ইংরাজি অনুবাদ, দ্বিতীয় ভাগ, পৃ: ৪৮%। (we) Gait's History of Assatn, pp. 52-53. (७s) rbid, p. 53 : बिबांच.-प्लेग.-गांनाउँौन. रेरबांधि चब्रुवांन, श्रृं: s५२ ।। (७०) बछ.५द्-छै९-उ७ब्रॉब्रिथ. रेरब्रांबि जङ्घबान, विठौञ्च छांग्रे, भूः ४७७ ।। (*) বিরাজ-উল-গালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ৫২।