পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68 বাঙ্গালার ইতিহাস বার ক্রোশ দূরে একদল বণিকের সাক্ষাৎ পাইলেন। ইহারা ভয়ে শেরান্দাজকে তোগ্রলের সন্ধান প্রদান করিল, তোগ্রল তখন দেড়ক্রোশ দূরে শিবির স্থাপন করিয়া আছেন এবং পরদিন জাজনগর রাজ্যে প্রবেশ করিবেন। শেরান্দাজ ছুইজন বণিককে মালিকৃ বার্বক্ বেকৃতরসের নিকট প্রেরণ করিয়া তাহাকে শীঘ্র অগ্রসর হইতে অনুরোধ করিলেন এবং স্বয়ং তোগ্রলের শিবির আক্রমণ করিলেন । তোগ্রলের সেনা তখন বিশ্রাম করিতেছিল, তোগ্রল আক্রান্ত হইয়া নিহত হইলেন । তোগ্রলের সেনা শেরান্দাজের মুষ্টিমেয় অনুচরবর্গকে আক্রমণ করিলে মালিকৃ বার্বকের সেনা আসিয়া তাহাদিগকে রক্ষা করিল • • • । তোগ্রল নিহত হইলে সুলতান লক্ষ্মণাবতীতে প্রত্যাবর্তন করিলেন এবং তোগ্রলের পুত্র, জামাতা, আত্মীয় ও অনুচরবর্গকে প্রাণদণ্ডে দণ্ডিত করিলেন । বলবেন, কনিষ্ঠ পুত্ৰ নাসির-উদ্দীন বগুড়া থাকে, লক্ষণাবতীর শাসনকৰ্ত্ত নিযুক্ত করিলেন এবং তাহাকে তোগ্রলের ধনসম্পত্তি প্রদান করিয়া, চন্দ্ৰাতপ প্রভৃতি রাজচিহ্ন ব্যবহার করিতে অনুমতি দিলেন । বলবেন স্বয়ং লক্ষ্মণাবতী রাজ্যের ভিন্ন ভিন্ন প্রদেশের অধিকারী বা এক্তাদার নিযুক্ত করিয়া কিছুকাল পরে দিল্লীতে প্রত্যাবর্তন করিলেন ও । দিল্লীতে দিল্লীর যে সমস্ত অধিবাসী তোগ্রলকে সাহায্য করিয়াছিল, অথবা তাহার সঠিত যোগদান করিয়াছিল, তাহাদিগকে প্রাণদণ্ডে দণ্ডিত করিলেন । । বিদ্রোতের এই ভীষণ দণ্ড দেখিয়া লক্ষ্মণাবতীতে বহুদিন কেহ বিদ্রোহী হয় নাই। তোগ্রলের মৃত্যুর পূর্বে লক্ষ্মণাবতী বিদ্রোহীপুর “বলগকৃপুর” নামে অভিহিত হইত । ৬৮১ হিজরায় { ১২৮২ খৃষ্টাব্দে ) তোগ্রল নিহত হইয়াছিল ৬ । (Sea) footw.-ès-Mission of: vs—ve Elliot's History of India, Vol. III, pp. 117-18, (>) Idid, p. 119. * (R} Ibid, p. 120. 嶄 (*) Ibid, p, 121. (৪) Ibid, p. 122 দিল্লীর কাজীর অনুরোধে ইহুদিগের অধিকাংশ মুক্তিলাভ করিয়াছিল। (*) Elliot's History of India, Vol. IV. p. 112. (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt. I, p, 287.