পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*O বাঙ্গালার ইতিহাস বলবনের কনিষ্ঠ পুত্রের নাম নাসির-উদ্দীন মহমুদ অথবা বগড় শাহ । তোগ্রল নিহত হইবার পূৰ্ব্বে তিনি অযোধ্যার শাসনকর্তা ছিলেন এবং সম্রাট বলবেন যখন তোগ্রলের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন তখন নাসির-উদ্দীন মহমুদ সসৈন্য সম্রাটের সেনার পশ্চাতে লক্ষ্মণাবতী যাত্রা করিতে আদিষ্ট হইয়াছিলেন তোগ্রলের মৃত্যুর পরে সম্রাট বলবেন তাহার হস্তীগুলি ও কোষাগারের সুবর্ণ গ্রহণ করিয়া অবশিষ্ট সম্পত্তি নাসির-উদ্দীন-মহমুদকে প্রদান করিয়াছিলেন ২ । বলবেন ৬৮১ হিজরায় (১২৮২ খৃষ্টাব্দে ) নাসিরউদ্দীন মহমুদ অথবা বগড় শাহকে লক্ষ্মণাবতীর শাসনভার প্রদান করিয়া দিল্লীতে প্রত্যাবত্তন করিয়াছিলেন ৩ । অলতমশের জ্যেষ্ঠপুত্ৰ লক্ষ্মণাবতীর শাসনকর্তা নাসির-উদ্দীন মহমুদ ও লক্ষ্মণাবতীর শাসনকর্তা নিযুক্ত হইয়া রাজচিহ্ন ব্যবহারের অনুমতি প্রাপ্ত হইয়াছিলেন, কিন্তু অলতমশের পুত্রের ন্যায় বলবনের পুত্র বোধ হয় স্বনামে মুদ্রাঙ্কনের অধিকার প্রাপ্ত হন নাই, হইয়া থাকিলেও তাহার কোন মুদ্রণ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । ৬৮৪ হিজরায় (১২৮৫ খৃষ্টাব্দে) সুলতান গিয়াসূ-উদ্দীন বলবনের জ্যেষ্ঠপুত্ৰ মোগলদিগের সহিত যুদ্ধে নিহত হইলে বলবেন শোকে হীনবল ও পীড়িত হইয়া লক্ষ্মণাবতী হইতে নাসির-উদ্দীন মহমুদকে দিল্লীতে আনয়ন করিয়াছিলেন । মহমুদ দিল্লীতে আসিলে, বৃদ্ধ সম্রাট তাহাকে লক্ষ্মণাবতী পরিত্যাগ করিয়া দিল্লীতে থাকিতে অনুরোধ করিয়াছিলেন, কিন্তু বিলাসপ্রিয় মহমুদ পিতার অনুরোধ রক্ষা করেন নাই। দুই তিন মাস দিল্লীতে বাস করিয়া, তিনি বলবনের অনুমতি না লইয়াই দিল্লী পরিত্যাগ করিয়া লক্ষ্মণাবতীতে ফিরিয়া আসিয়াছিলেন । রিয়াজ-উস-সালাতন অনুসারে মহমুদ বলবন আরোগ্যলাভ করিলে মৃগয়ার ছলে দিল্লী হইতে বাহির হইয়। পিতার নিকট বিদায় না লইয়াই লক্ষ্মণাবতীতে প্রত্যাবর্তন করিয়াছিলেন মহমুদ লক্ষ্মণাবতীতে (2) Elliot's History of India, Vol. III, p. 115. (*) Ibid, p. 120. (e) Journal of the Asiatic Society of Bengal, Old Series, 1874, pt. I. р. 287. (s) Elliot's History of India, Vol. III, p. 120. (*) Ibid, p. 122. (*) Ibid, p. 123. (१) ब्रिब्राब.-छेन्-गांनाउँौन. रेरबांबी अबूबांग, शृंः ४१ ।।