পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झङ्कर्ष नब्रिट्क्रम Եֆ ফিরিয়া আসিবার অল্প সময় মধ্যে সম্রাট গিয়াস-উদ্দীন বলবনের মৃত্যু হইয়াছিল। বলবন মৃত্যুকালে দিল্লীর কোংওয়াল মালিক-উল-ওম্রা ও উজীর খাজা হোসেন বসূরীকে তাহার মৃত্যুর পরে, তাহার জ্যেষ্ঠ পুত্ৰ খণ-ইশহীদের পুত্র কৈখসরুকে সিংহাসনে স্থাপন করিতে অনুরোধ করিয়াছিলেন । খ-ই-শহীদের সহিত উজীর ও কোংওয়ালের বিবাদ ছিল, সেইজন্য র্তাহারা *-ই-শহীদের পুত্র কৈখস্রুকে সিংহাসন প্রদান না করিয়া নাসির-উদ্দীন মহমুদের জ্যৈষ্ঠ পুত্র কৈকোবাদকে দিল্লীর সিংহাসনে স্থাপন করিয়াছিলেন । কৈকোবাদ সপ্তদশ বা অষ্টাদশবর্ষ বয়সে ৬৮৬ হিজরায় (১২৮৭ খৃষ্টাব্দে ) দিল্লীর সিংহাসনে আরোহণ করিয়াছিলেন বলবনের মৃত্যুর পরে নাসিরউদ্দীন মহমুদ লক্ষ্মণাবতীতে স্বাধীনতা অবলম্বন করিয়া স্বনামে মুদ্রা মুদ্রাঙ্কনও খোংবা পাঠ আরম্ভ করিয়াছিলেন দিল্লীতে নগরের কোংওয়াল মালিকৃউল-ওমরার জাতুষ্পুত্র ও জামাতা মালিক নিজামূ-উদ্দীন এবং খাস দবীর (secretary ) কিওয়াম-উদ্দীণ অত্যন্ত ক্ষমতাপন্ন হইয়া উঠিয়াছিলেন । মালিকৃ-নিজামৃ-উদ্দীন প্রধান বিচারপতি ( দাদবকৃ, Chief Administrator of Justice) এবং রাজপ্রতিনিধি (নায়েবই-ই-মুলুক ) নিযুক্ত হইয়াছিলেন। মালিক কিওয়ামূ-উদ্দীন সহকারী রাজপ্রতিনিধি (নায়েব-ই-ওয়াকীলদের ) নিযুক্ত হইয়াছিলেন ’ । মালিক নিজামূ-উদ্দীনের পরামর্শে সুলতান মুঈজউদ্দীন কৈকোবাদের আদেশে তাহার জ্যেষ্ঠতাতপুত্র কৈখস্রু রোহটকে নিহত হইয়াছিলেন এবং সাম্রাজ্যের উজীর খাজা খতীর অবমানিত হইয়াছিলেন ১২ ৷ ইহার পরে বলবনের পুরাতন ভৃত্যগণ একে একে পদচ্যুত অথবা নিহত হইয়াছিলেন । সুলতান কৈকোবাদ পুরাতন দিল্লীর নিকটে কীলেখারী ১৩ নামক স্থানে একটি নুতন প্রাসাদ নিৰ্ম্মাণ করাইয়া বিলাসে নিমগ্ন হইয়াছিলেন । মালিকৃ নিজামূ-উদ্দীন যখন বলবনের বংশের ধ্বংসের পথ প্রশস্ত করিতেছিলেন, তখন পুত্রের অবস্থা শুনিয়া নাসিরূ-উদ্দীন মহমুদ লক্ষ্মণাবতী হইতে র্তাহাকে (w) Eiiiot's History of India, Vol. III, p. 123. (a) Ibid, p. 125, note 2. (>0) Ibid, p. 129. (>>) Ibid, p. 126. (SR) Ibid, p. 127. . (*) Ibid. pp. 620-21. • *