পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> বাক্ষালার ইতিহাস কামলঙ্কা (বর্তমান পেগু ), দ্বারাবতী (শুামদেশের প্রাচীন রাজধানী জাম্বুখা বা অযোধ্যার প্রাচীন নাম ), যবপতি বা ঈশানপুর (পূর্বে কাম্বোজ বা কাম্বোডিয়া ) নামক পাঁচটি প্রদেশ ছিল। এই প্রদেশগুলির পূর্বে মহাচম্পা (বর্তমান কোচিন চীন ও আনাম ) দক্ষিণপূর্বে ষমনদ্বীপ [t] বা ষবদ্বীপ অবস্থিত ছিল। তাম্রলিপ্তি সমুদ্রতটে অবস্থিত ছিল। এই স্থানে বহু দেবমন্দির ও দশটিমাত্র বৌদ্ধ সঙ্গারাম ছিল, কর্ণসুবর্ণে দশটি সঙ্গারামে সন্মতীয় সম্প্রদায়ের প্রায় দ্বিসহস্র ভিক্ষু বাস করিতেন। কর্ণসুবর্ণ নগরে পঞ্চাশটি দেবমন্দির ছিল এবং এই স্থানে নানাধর্মাবলম্বী লোক বাস করিত। ইহার নিকটে রক্তমৃত্তিক সঙ্গারাম অবস্থিত ছিল ও নগর মধ্যে অশোক নির্মিত কয়েকটি স্তৃপ বা চৈত্য हिल ** । শ্ৰীমতীদেবী নামী পত্নীর গর্ভজাত মাধবগুপ্তের আদিত্যসেন নামক পুত্র তাহার মৃত্যুর পরে মগধের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন “ । প্রত্নতত্ত্ববিদগণ অনুমান করেন যে, ৬৪৬ অথবা ৬৪৭ খৃষ্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু হইয়াছিল । হর্ষবৰ্দ্ধনকে হত্যা করিয়া অর্জন বা অৰ্জ্জুনাশ্ব নামক তাহার জনৈক অমাত্য কাণ্যকুজের সিংহাসন অধিকার করিয়ছিলেন । এই সময়ে মাধবগুপ্ত অথবা আদিত্যসেন স্বাধীনতা লাভ করিয়াছিলেন । আফসড়-গ্রামে আদিত্যসেনের একখানি খোদিতলিপি আবিষ্কৃত হইয়াছিল । ইহা হইতে অবগত হওয়া যায় যে, আদিত্যসেন একটি বিষ্ণুমন্দির নির্মাণ করিয়াছিলেন, তাহার মাতা শ্ৰীমতীদেবী একটি মঠ নিৰ্মাণ করিয়াছিলেন এবং তাহার পত্নী কোণদেবী একটি পুষ্করিণী খনন করিয়াছিলেন, এই খোদিত লিপি গোঁড়বাসী সুক্ষশিব কৰ্ত্তক রচিত বা উৎকীর্ণ হইয়াছিল " " । - হর্ষবর্ধন কর্তৃক প্রতিষ্টিত অধোর ৬৬ সন্ধৎসরে ( ৬৭১-৭২ খৃষ্টাব্দে ) সালপক্ষ নামক জনৈক বলাধিকৃত (সেনাপতি ) কতৃক একটি স্বর্যমূৰ্ত্তি প্রতিষ্ঠিত হইয়াছিল ৭৮, আদিত্যসেনের রাজ্যকালের এই খোদিতলিপিন্ধয় বর্তমান সময়ে (aa) Watters On-Yuan-Chwang, Vol II, pp 63-193. (ae) Epigrahia Indica, Vol VIII, App p-10. , (as). W.A.Smith, Early History of India,3rd Edition, p.352 (•*) Fleet's Corpus Inscriptionum, Vol III. P. 202. (av) · Ibid, P. 210. - -