পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》 বাজালায় ইতিহাস বালী বহুসংখ্যক প্রবলপ্রতাপান্বিত নরপতি র্তাহার তীব্র পরাক্রমে পরাভূত হইলে তিনি স্বদেশে প্রত্যাগত হইয়া গোঁড়ান্তর্গত বিক্রমপুরের উপাত্বভাগে স্বীয় বাসার্ধ একটি পুরী নিৰ্মাণ করিলেন —রামদেব বিদ্যাভূষণের বৈদিক ফুলমঞ্জরী। (খ) মহারাজ পরমধর্মজ্ঞ ত্রিবিক্রম কাশিপুীসমীপে বাস করিতেন a * * মহীপাল ত্রিবিক্রম সেই স্থানে অবস্থান করিরা তাহার মহিষী মালতীর গর্ডে বিজয়সেন নামক এক পুত্র উৎপাদন করেন। * * * বিজয়সেনের পত্নীর নাম ছিল বিলোলা । * * এই বিলোলার গর্তে রাজা বিজয়সেন দুইটি পুত্র উৎপাদন করেন । পুত্রদ্বয়ের মধ্যে একজনের নাম মল্লবর্ম ও অপরজনের নাম শু্যামলবর্ণ * * শুমলবৰ্ম্ম গৌড়দেশবাসী শক্রগণকে জয় করিবার জন্য এখানে সমাগত হন। এইস্থানে আসিয়া তাহার বঙ্গদেশীয় প্রধান শক্রকে জয় করিয়া অতিধৰ্ম্মজ্ঞ শুামলবৰ্মা রাজা হইয়াছিলেন -ঈশ্বরকৃত বৈদিক কুলপঞ্জী । (গ) গঙ্গার পূৰ্ব্বে মেঘনার পশ্চিমে লবণসমুদ্রের উত্তরে ও বরেন্দ্রের দক্ষিণে স্বধৰ্ম্মশীল খামলবৰ্ম্ম সেনবংশীয় নৃপতির আশ্রয়ে করদরূপে রাজ্য শাসন করিতেন। —সামন্তসারের বৈদিক-কুলার্ণব । 雙 - এতদ্ব্যতীত বসুঞ্জ মহাশয় অপর একখানি অজ্ঞাতনামা কুলগ্রন্থে গুমিলবৰ্ম্মার একখানি তাম্রশাসনের কিয়দংশের প্রতিলিপি আবিষ্কার করিয়াছিলেন : “দুই শত বৎসরের হস্তলিখিত অপর বৈদিক কুলপঞ্জিকায় খামলবৰ্ম্মার তাম্রশাসনের অক্ষুলিপি যেরূপ গৃহীত হইয়াছে আমরা নিম্নে তাঁহাই উদ্ধত করিলাম,—এই উদ্ধত পাঠ ও সেনবংশীয় বিশ্বরূপের তাম্রশাসনের পাঠ, উভয়ে মিলাইয়া দেখিলে সহজেই সকলে জানিতে পারিবেন যে, উভয়েই যেন এক ছাচে চালা । ইহ খলু বিক্রমপুরনিবাসি-কটকপতে শ্ৰীশ্ৰীমতী জয়স্কন্ধাবরাং স্বস্তি সমস্তস্থপ্রসস্থ্যপেতসততবিরাজমানাশ্বপতিগজপতিনরপতিরাজত্নয়াধিপতি বৰ্ম্মবংশকুলকমলপ্রকাশভাস্করসোমবংশপ্রীপপ্রতিপক্ষকৰ্ণগাঙ্গেয় শরণাগত বজ্ৰপঞ্জরপরমেশ্বর-পরমভট্টারকৃপব্রমগৌর-মহারাজাধিরাজ জরিরাজ বৃষভশঙ্কর —বদের জাতীয় ইতিহাস, ব্রাহ্মণৰাও দ্বিতীয় ভাগ, পৃ: ২২। BBBDDD DBBD DDBB BBDBB DD BBD DBBBDS DDB BBB