পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3×8. বাক্ষাগার ইতিহাস ‘. . শিলালিপির প্রতিলিপি সংগ্ৰহ করিয়া, এসিয়াটিক দেশলৈ পত্রিকার প্রকাশ "ইরান ২ই । শিলালিপির শেষ পঙক্তির "কুঞ্জরঘটাবর্ষেণ" শব্দের অর্থ লইয়া পণ্ডিতগণের মধ্যে মতদ্বৈধ আছে। রাজ রাজেন্দ্রলাল মিত্র, শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন্দ ও শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্থ২৩ “কুঞ্জরঘটাবর্ষেণ" শিৰোৰু ৮৮৮ অর্থ করিয়াছেন, কিন্তু স্তার রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর ও মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী ২৪ এই অর্থ স্বীকার করেন না। নূতন আবিষ্কার না হইলে এই বিরোধের মীমাংসা হওয়া অসম্ভব। “কুঞ্জরঘটাবর্ষণে” শব্দের অর্থ যদি ৮৮৮ হয়, তাহ হইলে ইহা শকান্ধের তারিখ এবং কাৰোজবংশজাত গৌড়েশ্বরের শিবমন্দির, ৮৮৮ শকাম্বে, অর্থাৎ—১৬৬ খৃষ্টাব্দে নির্মিত হইয়াছিল। "কুঞ্জরঘটাবর্ষেণ” শব্দে যদি ৮৮৮ ন বুঝায়, তাহা হইলেও এই শিলালিপির ঐতিহাসিক তথ্যনির্ণয়ের কোন বাধা দেখিতে পাওয়া যায় না । নারায়ণপালের রাজ্যকালে উৎকীর্ণ গরুড়স্তম্ভলিপি ও কুমিল্প জেলায় বাঘাউর গ্রামে আবিষ্কৃত বিষ্ণুমূৰ্ত্তির পাদপীঠস্থ খোদিতলিপির ২৫ অক্ষরগুলির সহিত বাণগড়ের স্তস্তলিপির অক্ষরগুলির তুলনা করিলে স্পষ্ট বুঝিতে পারা যায় যে, বাণগড়-লিপি গরুড়স্তস্তলিপির পরে এবং বাঘাউরা লিপির পূৰ্ব্বে উৎকীর্ণ হইয়াছিল। অক্ষরতত্ত্ব হইতে বাঙ্গালার ইতিহাসে কাম্বোজাতির আক্রমণের কাল স্থির নির্দেশ করা যায়। যাহার অক্ষরতত্বের প্রামাণিকতা সম্বন্ধে সন্দিহান, তাহাদিগের সহিত বিশুদ্ধ প্রত্নবিষ্ঠামূলক ইতিহাসের মতদ্বৈধ বিচিত্ৰ মহে । বাণগড়-স্তস্তলিপিতে কাম্বোজজাতীয় গৌড়েশ্বরের নামোল্লেখ नारे। रेश श्ड अश्यान इब cय, बिहानैव ७ दिखाडीब cगौण्ड्षत्र শিবোপাসক হইলেও গোঁড়রাজ্যে র্তাহার নাম সুপরিচিত হয় নাই । কম্বোজবংশীয় কয়জন গৌড়েশ্বর গৌড়-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন, (**) Annual Report, Archaeological Survey, Bengal Circle 1900-01 p. VII. سب:۔- - (so), Journal & Proceedings of the Asiatic Society of Bengal. New series, volvII, p. 619. - . (२s) वाक्व बाजेद रेडिशन (ब्रांबङक७), * *** । । (૨૮) ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী বলেন যে, কুরবট" পরে चषर्ष स्थङ्क्लश• i " متي " t * > 3. t * * 3 *