পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ❖ እ¢ হইয়াছে। পাইকোরের ধ্বংসাবশেষ খনন করিলে নূতন তথ্য আবিষ্কার হইতে পারে। কর্ণদেব হয়ত যুদ্ধযাত্রায় গৌড়দেশে অtসিয়া দ্বিতীয় অভিযানে গোঁড়াধিপ তৃতীয় বিগ্রহপালকে পরাজিত করিয়৷ এই জয়স্তম্ভ স্থাপন করিয়াছিলেন, অথবা তাহার কন্যা যৌবনীর সহিত তৃতীয় বিগ্রহপালের বিবাহ দিয়া পাইকোর গ্রামে একটি মন্দির নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । তৃতীয় বিগ্রহপালদেবই বোধ হয় বহু রজত মুদ্রার প্রচলন করিয়াছিলেন। এই জাতীয় মুদ্র পাটনা জেলায় ঘোষরাব গ্রামে, বীরবে নিৰ্ম্মিত মন্দিরের ধ্বংসাবশেষ মধ্যে আবিষ্কৃত হইয়াছিল৯৬ । (**) Catalogue of fooins in the Indian Museum, vol. I. р, 233-39. পরিশিষ্ট (জ) শুর-রাজবংশ বাঙ্গালাদেশে শুর উপাধিধারী রাজ-বংশের অস্তিত্ব সম্বন্ধে প্রবল জনশ্রুতি আছে । কথিত আছে যে, আদিশূর নামক কোন রাজা ভারতবর্ষের অন্য কোন স্থান হইতে বাঙ্গালাদেশে ব্রাহ্মণ আনয়ন করিয়াছিলেন । যে জাতীয় প্রমাণ, বিজ্ঞান সম্মত প্রণালীতে রচিত ইতিহাসে গৃহীত হইতে পারে, তদনুসারে, শূরবংশীয় দুইজন নরপতির নাম মাত্র অদ্যাবধি আবিষ্কৃত হইয়াছে প্রথমের নাম রণপূর । প্রথম রাজেন্দ্রচোলদেব যখন দিগ্বিজয় উপলক্ষে উত্তরাপথে আসিয়াছিলেন, তখন রণপূর দক্ষিণ রাঢ়ের অধিপতি ছিলেন। এতদ্ব্যতীত সন্ধ্যাকরনদীবিরচিত রামচরিতে লক্ষ্মীশূর নামক অপরমদারের অধিপতির নাম পাওয়া যায়। রামপালের সহিত কৈবৰ্ত্তরাজ ভীমের যুদ্ধকালে লক্ষ্মীশূর রামপালের পক্ষ অবলম্বন করিয়াছিলেন । রণশ্বরের সহিত লক্ষ্মীশূরের কি সম্পর্ক এবং তাহার একবংশজাত কি না, তাহা অ্যাবধি নির্ণত হয় নাই। রাজশাহী জেলায় মাদাগ্রামে আবিষ্কৃত তৃতীয় গোপালদেবের শিলালিপিতে বোধ হয়, দামশ্বর নামক এক ব্যক্তির উল্লেখ আছে। লক্ষ্মীশূর ও দামশূরের প্রসঙ্গ যথাস্থানে উথাপিত হইবে। বঙ্গদেশে আবিষ্কৃত কুলগ্রন্থসমূহে দেখিতে পাওয়া যায় যে আদিশূর নামক একজন রাজা ভারতবর্ষের অন্য কোন স্থান হইতে যজ্ঞ করাইবার জন্য বাঙ্গালাদেশে পঞ্চজন ব্রাহ্মণ জানয়ন