পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ૨૭૭ আবিষ্কৃত হয় নাই। অপর-মন্দারের অবস্থান নির্ণয় করিবার কোন উপায়ই আবিষ্কৃত হয় নাই। শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বস্থ বলেন যে, অপর মন্দারের বর্তমান নাম মন্দারণ৪৬, কিন্তু এই সম্বন্ধে সমর্থক প্রমাণের অভাব আছে। ইহার পর কুজবটার অধীশ্বর শুরপালের নাম দেখতে পাওয়া যায়। কুজবটার অবস্থান ও শুরপালের বংশপরিচয় সম্বন্ধে কোন প্রমাণই অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। প্রথম রাজেন্দ্রচোলের তিরমলৈ শিলালিপিতে দণ্ডভুক্তি-রাজ ধৰ্ম্মপালের নাম পাওয়া গিয়াছে° দণ্ডভুক্তি-রাজ ধৰ্ম্মপাল এবং কুজবটা রাজ শুরপাল হয়ত পাল-রাজবংশ সস্থত ছিলেন । শূর্পালের পরে তৈলকম্পের অধিপতি রুদ্রশিখরের নাম দেখিতে পাওয়া যায় । তৈলকম্পের বক্তমান নাম তেলকুপি৭, ইহা মানভূম জেলায় অপস্থিত । রুদ্রশিখরের পরে উচ্ছাণের অধিপতি ময়গল সিংহের নাম প্রদত্ত হইয়াছে । উচ্ছালের অবস্থান ও ময়গলসিংহের পরিচয় সম্বন্ধে কোন প্রমাণই অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই, তথাপি খ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বসু বলেন যে, উচ্ছাল বৰ্ত্তমান বীরভূম জেলার কিয়দংশের প্রাচীন নাম । তিনি বলেন—“শাল নদীর উত্তরবর্তী জৈন উঝিয়াল পরগণ প্রাচীন উচ্ছাল নাম রক্ষা করিতেছেP১ ” বস্থজ মহাশয় বোধ হয় অবগত নহেন যে, বঙ্গদেশে নানা স্থানে উজিয়াল উপাধিযুক্ত পরগণা আছে। সরকার উদনের উজিয়ালঘাট এবং স্বলতানপুর উজিয়াল, সরকার মহ মূদ্রাবাদে উজিয়ালপুর তারা উজিয়াল, হুসেন উজিয়াল, সরকার বাজুহার শাহ উজিয়াল বাজু, জাফর উজিয়াল, নসরৎ উজিয়াল ও মোবারক উজিয়াল, সরকার শরিফাবাদে হুসেন উজিয়াল৭০ প্রভৃতি নাম উদাহরণস্বরূপ উল্লিখিত হইল। বহুজ মহাশয়ের রীতি অবলম্বন করিলে বঙ্গদেশে প্রতি বিভাগে এক একটি উচ্ছাল রাজ্য ছিল স্বীকার করিয়া লইতে হইবে উচ্ছলি-রাজ্যের পরে ঢেঙ্করীয়-রাজ প্রতাপসিংহের নাম লিখিত আছে। ঢেঙ্করীয় নগর উত্তর রাঢ়ে অবস্থিত ছিল এবং অদ্যাবধি ইহ ঢেকুরি নামে সুপরিচিত। এতদ্ব্যতীত কয়ঙ্গলমগুলের নরসিংহার্জন, সঙ্কট (৪৬) বঙ্গের জাতীয় ইতিহাস, ( রাজন্যকাণ্ড ), পৃ: ১৯১ । (8*) Epigraphia Indica, vol. IX, p. 232. so. (8") Cunningham's Archaeological Survey Repoat, vol. VII, p. 169. (৪৯) বঙ্গের জাতীয় ইতিহাস, (রাজন্যকাগু ) পৃঃ ১১৯ ৷ (¢•) Ain i. Akbari, vol. II, (jarret's Trans. ) pp. 129 140.