পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পৃৱিচ্ছেদ * সঙ্গমস্থলে অবস্থিত বর্তমান মনের বা মুনের গ্রাম অভিন্ন। মুসলমাৰ বিজয়কালে মহম্মদ বখতিয়ার তাহার: তিওয়ালি গ্রামের জায়গীরে থাকিয় মনের ও বিহার লুণ্ঠন করিতে আসিতেন । ১২.২ বিক্রমাৰে গোবিন্দচন্দ্র অঙ্গদেশের কিয়দংশ পৰ্য্যন্ত অধিকার করিয়া মুগ্ৰেগিরি বা মুঙ্গের পর্য্যন্ত অগ্রসর হইয়াছিলেন। উক্ত বর্ষের বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ায় গোবিন্দচন্দ্রদেব মুদ্ৰগিরিতে গঙ্গাস্থা করিয়া জনৈক ব্রাহ্মণকে একখানি গ্রাম দান করিয়াছিলেন•। এই তাম্রশাসনক্স গোবিন্দচন্দ্র কর্তৃক মগধ ও অঙ্গ অধিকারের স্পষ্ট প্রমাণ । গোবিন্দচন্দ্র বোধ হয়। পালবংশীয় নরপালগণের সাহায্যার্থে মগধ আক্রমণ করিয়াছিলেন। কিন্তু দেশ অধিকৃত হইলে তিনি উহা পাল-রাজগণকে প্রত্যপণ করেন নাই। লক্ষ্মণসেনের পুত্র কেশবসেন ও বিশ্বরূপসেনের তাম্রশাসনম্বয়ে দেখিতে পাওয়া যায় যে, লক্ষ্মণসেন বারাণসীতে এবং প্রয়াগে জয়স্তম্ভ স্থাপন করিয়াছিলেন ৭ । বোধ হয় বগৰে কান্তকুজরাজ্যের সহিত যুদ্ধের সময়ে লক্ষ্মণলেন বারাণসী ও প্রয়াগ অবধি অগ্রসর হইয়াছিলেন। মধাই নগরে আবিষ্কৃত লক্ষ্মণসেনদেবের তাম্রশাসন হুইতে অবগত হওয়া যায় যে, তিনি প্রথম যৌবনে কলিঙ্গের অনাগণের সহিত কেলি করিাছিলেনe৯ । এতদ্বারা বোধ হয় স্থচিত হইতেছে যে, লক্ষ্মণসেন এক সময়ে কলিঙ্গদেশ আক্রমণ করিয়াছিলেন। মাথাইনগরে আবিষ্কৃত তাম্রশাসন হইতে জাe অবগত হওয়া যায় যে, তিনি কামরূপ জয় করিয়াছিলেনe৯ ৷ লক্ষ্মণসেনের মহিীৰু (ev) Epigraphia Indica, vol. VII, .5, 98. . . (৫৭) বেলায়াং দক্ষিণান্ধেশ্বসলধরগদাপাণিসংবাসবেত্বাং ! ক্ষেত্রে বিশ্বেখরস্ত ক্ষুদলিবরণাশ্লেষগঙ্গোর্মিতাজি । তীরোংসঙ্গে ত্রিবেণ্যাঃ কমলভবমখারস্তনির্ব্যাজপুতে - যেনের্লৈঙ্গমুপৈঃ সহ সমরজয়স্তম্ভমালান্যধায়ি ॥১২. . —Journal of the Asiatic Society of Bengal, 1896, pt. I, p. 1l. Yr (sv) Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New, Series, vol. V, p. 473, . . . . . . " (৫৯) Ibid, এই তাম্রশাসনেও লক্ষ্মণসেনের नश्ऊि कने-द्राएलद्र कूक कथा উল্লিখিত আছে ; “য়েনালোঁ কাশীরাঙ্গঃ সমাজুৰি জিতা” * -