পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫెtrs বাঙ্গালার ইতিহাস দলে দলে নর-নারী মগধ পরিত্যাগ করিয়া নিকটবৰ্ত্তী পর্বতলফুল প্রদেশের হিন্দুরাজ্যে আশ্রয় গ্রহণ করিয়াছিল। বৌদ্ধধর্থের প্রতি মুসলমানগণের যত বিদ্বেষ ছিল, হিন্দুধর্মের প্রতি তত অধিক ছিল না। এই সময়ে মধ্য এসিয়াবাসী বৌদ্ধধৰ্ম্মাবলম্বী তুরষ্কজাতি আরবগণের সাম্রাজ্য ধ্বংসাৰ্থ অগ্রসর হইতেছিল। মুসলমানগণ বার বার পরাজিত হইয়া পশ্চাৎপদ হইতেছিলেন । মগধ বিজয়ের অন্ধ শতাব্দী মধ্যে মুসলমান-সাম্রাজ্যের রাজধানী বোগদাদ নগর বৌদ্ধধর্মাবলম্বী হুলাগু খাঁ কর্তৃক অধিকৃত হইয়াছিল এবং আরব জাতীয় শেষ সম্রাট মুস্তাসিমবিল্লা নৃশংসভাবে নিহত হইয়াছিলেন8৫ । এইজন্যই খৃষ্টীয় স্বাদশ শতাব্দীর শেষভাগে এসিয়াবাসী মুসলমানগণ বৌদ্ধগণের প্রতি অত্যন্ত বিদ্বেষভাবাপন্ন হইয়া উঠিয়াছিলেন। মুসলমানগণের অত্যাচার-ভয়ে বৌদ্ধভিক্ষুকগণ অমূল্য ধর্মগ্রন্থনিচয় ও দেবমূৰ্ত্তিসমূহ সঙ্গে লইয়! নেপালে পলায়ন করিয়ছিলেন । এইজন্তই নেপালে পাল-রাজগণের রাজত্বকালে লিখিত বহু বৌদ্ধ-গ্রন্থ আবিষ্কৃত হইয়াছে। ১১৭ খৃষ্টান্ধের পরে ১২• • খৃষ্টাব্দের পূর্বে লক্ষ্মণসেনের পুত্রয় গৌড়-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । ইহাদিগের নাম মাধবসেন, বিশ্বরূপসেন ও কেশবসেন । ইহাদিগের প্রত্যেকের এক একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে। ক্রযুক্ত নগেন্দ্র নাথ বন্ধ বলিয়াছেন যে, কুমায়ুনে মাধবসেনের একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে৪৬ ৷ ফরিদপুর জেলায় মদনপাড় গ্রামে বিশ্বরূপসেনের একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে৪৭ । ইহা হইতে অবগত হওয়া যায় যে, পেীগুবৰ্দ্ধন ভূক্ত্যন্ত:পাতী বঙ্গে বিক্রমপুত্বভাগে কিঞ্চিং ভূমি বিশ্বরূপসেনের চতুর্দশ রাজ্যাঙ্কে ঐবিশ্বরূপ দেবণৰ্ম্ম নামক জনৈক ব্রাহ্মণকে প্রদত্ত হইয়াছিল। ফরিদপুর জেলার ইদিলপুর পরগণায় কেশবলেনের একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছিল। ইহা হইতে অবগত হওয়া যায় যে, পৌণ্ডবৰ্দ্ধন ভুক্তির অন্তঃপাতী বঙ্গে বিক্রমপুরভাগে তালপাটক গ্রাম কেশবসেনের তৃতীয় রাজ্যাঙ্কে ঈশ্বরদেবশৰ্মা নামক জনৈক ব্রাহ্মণকে (88) Indian Antiquary, vol. IV. pp. 366-67. (8*) Ameer Ali's History of the Saracens, pp. 596-97. (ss) Atkinson's Kumaon, p. 516; #5 Rosafoto ox & ds ëart of Rizen I few Atkinson-offs N. W. P. Gazetteer, vol. XII, Himalayan Districts, ex jih statin: Gas air (8%), Journal of the Asiatic Society of Bengal. 1896, part 球; pp.&15.