8छ বাঙ্গালার ইতিহাস পৃথিবীষেন, পৃথিবীশ্বর নামে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করিয়াছিলেন **। ইংরাজী ১৯১৫ সালের এপ্রিল মাসে দিনাজপুর জেলায় ফুলবারী রেলষ্টেশনের নিকটবর্তী দামোদরপুর গ্রামে ছমীরুদ্দীন মণ্ডল কর্তৃক নিযুক্ত কতকগুলি লোক হরিপুকুর এবং খোলাকুটিপুকুর নামক দুইটি পুষ্করিণীর মধ্য দিয়া পথ প্রস্তুতকালে পাচখানি তাম্রলিপি আবিষ্কার করিয়াছিল। এই পাচখানি তাম্রলিপি বর্তমান সময়ে রাজশাহীতে বরেন্দ্র অনুসন্ধান সমিতির চিত্রশালায় রক্ষিত আছে এবং অধ্যাপক শ্ৰীযুক্ত রাধাগোবিন্দ বসাক এইগুলির পাঠোদ্ধার করিয়াছেন। এই তাম্রলিপিগুলি তাম্রশাসন নহে অর্থাৎ চক্রবর্তী রাজা ৱা কোন সমান্তরাজ কতৃক দেবতা বা ব্রাহ্মণকে ভূমিদানের পত্র নহে, এই পাচখানি তাম্রলিপির একখানি হইতে জানা যায় যে, ১২৪ গোপ্তান্ধে ( ৪৪৩ খৃষ্টাব্দে ) পরমদৈবত পরমভট্টারক মহারাজাধিরাজ কুমারগুপ্তদেবের রাজ্যকালে পুণ্ডবৰ্দ্ধনভূক্তিতে চিরাতদত্ত নামৰ উপরিক শাসনকর্তা ছিলেন। উপরিক উপাধিযুক্ত রাজকৰ্মচারীর নাম অনেক তাম্রশাসনে ও শিলমোহরে পাওয়া গিয়াছে কিন্তু এই তাম্রলিপি আবিষ্কত হইবার পূৰ্ব্বে তাহারা যে কি কাৰ্য্য করিতেন তাহা জানা ছিল না। এই চিরাতত্তে কর্তৃক নিযুক্ত বেজবশ্বা নামক কুমারামাত্য তখন কোটাবর্ষ বিষয়ের শাসনকর্তা ছিলেন । পুও বৰ্দ্ধনভূক্তি এবং কোটাবর্ষ বিষয় ইহার পূৰ্ব্বে প্রখম মহীপালদেবের বাণগঢ়ে আবিষ্কৃত তাম্রশাসন হইতে পরিচিত ছিল । প্রথম মহীপালদেবের রাজ্যকাল হইতে লক্ষ্মণসেনদেবের রাজ্যকাল পর্ষ্যস্ত দিনাজপুরে আবিষ্কৃত তাম্রশাসন সমূহে ভুক্তি ও বিষয়ের এই নামই পাওয়া যায়। দামোদরপুরে আবিষ্কৃত তাম্রলিপি দ্বারা প্রমাণ হইতেছে যে,বরেন্দ্রভূমির উত্তরাংশ সাৰ্দ্ধসহস্ৰ বৎসর পূৰ্ব্বে কোটৰৰ নামে পরিচিত ছিল এবং গঙ্গার উত্তর তীরস্থ ভূভাগ পুণ্ড বর্ধন আখ্যায় অভিহিত ছিল। দামোদরপুরের প্রথম তাম্রলিপি হইতে জানা যায় যে কল্পটিক নামক এক ব্রাহ্মণ কুমারমাত্য, বেজবশ্বা, নগরশ্রেষ্ঠ ধূতিপাল, সার্শ্ববাহ বন্ধুমিত্র, প্রথমকুলিক ধতিমিজ, প্রথমকায়স্থ শাম্বপাল প্রমুখ কৰ্মচারিগণকে এককুল্যবাপমাপের “অপ্ৰদ গ্ৰহত খিল" ভূমি তিন দীনার ল্যে জয় করিবার জন্ত আবেদন করিয়াছিলেন এবং উক্ত বিক্রয়ের আদেশ এই ל-ידי-עלילציה で、 * メ . . * : - ? ...। چسبیسیسیپسیبسپید . te ...) Ibid, P. 458; Epigraphia Indica, volX. P. 72,
পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৬৮
অবয়ব