পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्लिडोच्च न्नःक्वद्वापत छूर्शिका প্রায় নয় বৎসর পূর্বে যখন বাঙালার ইতিহাসের প্রথম ভাগ প্রকাশিত হইয়াছিল তখন যে, কোন কালে বাঙ্গলা ভাষায় রচিত এই জাতীয় গ্রন্থের দ্বিতীয় সংস্করণ মুদ্রিত করিতে হইবে তা আমার মনে হয় নাই। বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, দেশে ও বিদেশে কিঞ্চিৎ সমাদর লাভ করিয়াছিল, তাহার ফলে প্রথম সংস্করণ চারি পাঁচ বৎসরের মধ্যেই শেষ হইয়া গিয়াছিল। বাঙ্গলার ইতিহাসের প্রকাশক অগ্রজপ্রতিম শ্রীযুক্ত হরিদাস চট্টোপাধ্যায় মহাশয় প্রায় তিন বৎসর পূর্বে এই গ্রন্থের মৃত্তন সংস্করণ রচনা করিতে আদেশ করিয়াছিলেন, কিন্তু সুদীর্ঘ প্রবাস ও অবসরের অভাবের জন্ম দ্বিতীয় সংস্করণ মুদ্রণ আরম্ভ হইলেও এক বৎসরের মধ্যে শেষ হয় নাই। দ্বিতীয় সংস্করণের চতুর্থ পরিচ্ছেদে গুপ্তাধিকার কাল ও সপ্তম হইতে একাদশ পরিচ্ছেদে পাল ও সেনবংশের ইতিহাস পুনর্লিখিত হইয়াছে। বিগত দশ বৎসরের মধ্যে যে সমস্ত নূতন শিলালিপি, মূদ্র বা প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হইয়াছে তাছার প্রমাণ যতদূর সম্ভধ গ্রন্থমধ্যে গৃহীত হইয়াছে। চতুর্থ পরিচ্ছেদ মুদ্রিত হইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শাস্ত্রের অধ্যাপক ডাক্তার শ্রীযুক্ত রমেশচন্দ্র মজুমদার সমুত্র গুপ্তের এলাহাবাদের স্তস্তলিপিতে দেবরাষ্ট্র ও এরওপর নামক স্থানম্বয়ের অবস্থান সম্বন্ধে পঞ্জীচারীর কলোনিয়েল কলেজের অধ্যাপক ডাক্তার জিভো-ডুব্রিল-এর মতের প্রতি আমার দৃষ্ট আকর্ষণ করিয়াছিলেন। ডাক্তার জুভো-র মতে, এরওপর চিকাকোলের নিকটে অবস্থিত, এরওপর এবং দেবরাষ্ট্র কলিঙ্গদেশে অবস্থিত । এই মতই সমীচীন বলিয়া সমর্থন করিতে বাধ্য হইলাম, (Ancient History of the Deccan, by G Jounran Dubrenil, translated into English by V. S. Swaminathn Dikshitar, Pondichery, 1820, pp. 59-50.) छांकग्न बत्री कडूक कर्नश्व4 या नकिञ्चदन विजि७ इरेंष्ण कलिभरश्न *थोtछद्र चक्किांद्र हेिण । छांकन दह१ ७ श्र्वद&यञ्च शृङ्गाद्र श्रहद्र cणोफ़, बन বা পরে কি অবস্থা ইয়াছিল তাই এখনও বলিতে পাৱা বা না। এই যুগের মাত্র দুইখানি লেখ জাঙ্কিও হইয়াছে। প্ৰথমখানি কোথায় জাঙ্কিত