পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ቈቂ זאמtfiי ציtsי তিনখানির পাঠোদ্ধার • কৰিলেও সেগুলি কত্রিমৰ লিয়া অস্থমিত হইয়াছিল ', কারণ উক্তবর্ষেযে পর্যন্তসমস্ত তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছেফরিদপুরের তাম্রলিপিগুলি তাহা হইতে বিভিন্ন। ১৯১৫ খৃষ্টাব্দে দিনাজপুর জেলার দামোদর গ্রামে আবিষ্কৃত পাচখানি তাম্রলিপির পাঠোদ্ধার হইলে প্রমান হইয়াছে যে ফরিদপুরের তাম্রলিপি গুলি কৃত্রিম তাম্রশাসন নহে। দামোদরপুরের তাম্রলিপিগুলির কায় এগুলিও ভূমি বিক্রয়ের দলিল। ফরিদপুরের চারখানি তাম্রলিপিতে তিনজন নূতন রাজার নাম পাওয়া গিয়াছে। ই হাদিগের নাম ধৰ্ম্মাদিত্য, গোপচঙ্গ এবং সমাচারদেব। ইহার পূৰ্ব্বে কোন শিলালিপি, তাম্রশাসন বা মুদ্রায় এই তিনরাজার নাম বা বংশ পরিচয় পাওয়া যায় নাই । সম্প্রতি চাকা চিত্রশালার অধ্যক্ষ শ্ৰীযুক্ত নলীনীকান্ত ভট্টশালী স্থির করিয়াছেন যে, কলিকাতার চিত্রশালায় রক্ষিত, বহুপূৰ্ব্বে কোনও অজ্ঞাত স্থানে আবিষ্কত, দুইটি অবিশুদ্ধ হুবর্ণমুদ্রার সমাচারদেবের নাম আছে । ধৰ্ম্মাদিত্য বা গোপচন্দ্রের নাম অদ্যাবধি কোন মুদ্রায় পাওয়া যায় নাই। ধর্থাদিত্যের দুইখানি তাম্রলিপি ফরিদপুর জেলায় আবিষ্কৃত হইয়াছে, ইহার মধ্যে প্রথমখানি তাহার তৃতীয় রাজ্যাঙ্কের বৈশাখ মাসের পঞ্চতম দিবসে প্রদত্ত হইয়াছিল । এই লিপিতে তাহার “মহারাজাধিরাজ, পরমেশ্বর বা পরমভট্টারক” উপাধি ব্যবহৃত হয় নাই। এই তাম্রলিপি হইতে জানিতে পারা যায় যে, ধৰ্ম্মাদিত্যের তৃতীয় রাজাঙ্কে মহারাজ স্থাগুক্তি গৌড়দেশের এক অংশের শাসনকর্তা ছিলেন এবং তিনি বারকমণ্ডলে জঞ্জাব নামক বিষয়পতিকে নিযুক্ত করিয়াছিলন। এই সময়ে বাতভোগ নামক একজন সাধনিক, এটিত, কুলচক্র, গরুড়, বৃহচট্ট, জালুক, অনাচার, ভাশৈত্য, গুজবে, ঘোষচন্দ্র,অনিমিত্র, গুণচন্দ্ৰ,কালসখ,কুলম্বামী, ছন্নভ,সত্যচন্ত্র,অৰ্জুন,বল্পকুওলিপ্ত প্রভৃতি বিষয় মহত্তরগণকে এক ব্রাহ্মণকে দান করিবার জন্য একখণ্ড ভূমি ক্রার্থ আবেদন করিয়াছিল। তাহার আবেদনামুসারে পুস্তপাল বিনয়সেনের অবধারনে প্রতি কুলাৰাপের চারীনার মূল্যানুসারে দ্বাদশদীনার মূল্য গ্রহণ করিয়া, জিন (*) Indian Antiquary vol xxxx, pp 193 ff. * (e) Journal and Proceedings of the Asiatice Society of Bengal, Vol. vii, pp. 289-308, Vol. x, pp. 425-37, (*) Indian Antiquary Vol xxxix, pp-193-98.