পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আডিডা প্র-আড়েহাতে খুব এক ঘা কশাইয়াদেওয়া । আড়েহাতে লওয়া—প্রতিশোধদেওয়া। প্র—এই বার সে একচেটি বেশ আড়েহাতে লইয়াছে । আড়েহাতে লাগা—উঠিয়া পড়িয়া লাগ প্রাণপণে পিছনে পড়া ; যথাশক্তি করা : প্ৰ-সে দাদ তুলিবার জন্ত আড়োতে | লাগিয়াছে । | আডিডা ( হি—অডড1=ঠিকানা | বি, ঠিকানা : | বাস । ২। একত্র হুইবার বা মিলনের স্থান । ( তাহা হইতে ) দুষ্ট লোকদিগের মিলন স্থান। | ৩ । সাম্প্রদায়িক আখড়া । ৪ । উত্তরণ স্থান ; | সরাই ; চটি। প্র—"ক্রমে বেলা হইল ক্ষুধা ! তৃষ্ণার বেশ উrদক হইয়াছে, এমন সময় এক | আডড়ায় পৌছিলাম।"-ললিত বনে । • । গাড়ী, পান্ধী প্রভৃতির বাহকের যথায় ভাড়ায় থাটিবার জন্ত উপস্থিত থাকে। দ্রঃ– হিন্দীতে এই শব্দ আরও বহু অর্থে ব্যবহৃত হয়। অtডড1=হিন্দীতে পার্থীর বাসা, দাড়, দাও, ডাওl, দণ্ড হইতে পায়রা বসিবার উচ্চ মঞ্চ বা মাচা। সং—অট্ট=উচ্চস্থান । তাহা হইতে বসিবার মঞ্চ যাহা সাধারণতঃ জমি হইতে । aths tree-dwelling Jesúsitors ছিল । শব্দকল্পদ্রুমে—অট্টঃ হৰ্ম্ম্যাদি গৃংস্ ! ইতি ভরত: । প্রাকারোগ্রস্থিত রণগৃহমু ইতি coße (bastion etc) STREG IfTS– বাস করা ; বাস করিয়া থাকা । অাউড়াধারী—আখড়া বা দলের প্রধান ব্যক্তি ; ! আঙড়ায় গিয়া যে আমোদ প্রমোদে অধিক সময় ক্ষেপ করে । অভিড মারা—দলবদ্ধ হুইয়া রঙ্গতামাস করা : আডডার কার্য্যে যোগ দান করা । ৯ আঢ়ক (আটক্ )। সং ] বি, পুং, প্লী, শমী বা শালী ; ধান্তবিশেষ ; অরহর। ২। আড়ি ; আঢ়ি পরিমাণ । ৩' বৃষ্টি পতনের পরিমাপক। ৪ । ধান্তাদির পরিমাণ পাত্রবিশেষ , , চতুঃপ্রস্থ পরিমাণ দ্রোণ চতুর্থ ভাগ । । ৬ । দুই মণ পরিমাণ । ৭ । [ বৈদ্যক মতে ] ৮ সের পরিমাণ । ৮। [ জ্যোতিষে ] ১• • • যোজন লম্বা ও ৩• যোজন চওড়া । ৯ । সুগন্ধি মুক্তিক ; তুরিকানামক গন্ধদ্রব্য। . আঢ়কিক, আড়কীন ( কৃ. ৭) (আঢ়ক + { ( ইঞ্চ ) ঈন] বি, আঢ়ক-পরিমিত বীজবপন যোগ্য ক্ষেত্র । - আঢাকা (আ) [আ (ন) ঢাকা (আচ্ছাদিত)] বিণ, অনাচ্ছাদিত ; অনাবৃত ; খোলা ; মুক্ত। ' আঢ়ি আক শঙ্কজ ] বি, পরিমাণবিশেষ । ৪ কাঠা । আড়ক দ্রঃ । ১৬২ আঢ্য (আড়ঢ় ) { আ—ধ্যৈ (চিন্তা করা)+অ ( ড–কর্তৃ)। ধ=ঢ । যে ধন-চিন্তা করে } বিণ, বিশিষ্ট ; যুক্ত : অম্বিত : সম্পন্ন : পূর্ণ। ২ । সমৃদ্ধ ; ধনী ; ঋদ্ধ । অfঢ্যচর (র) বি, যে পূৰ্ব্বে ধনী ছিল। আণ (আন) [ অণ, (শব্দ করা)+অ (যঞ) বি, পুং শব্দ। আণক ( আনক্ ) [সং ] ধি৭, ক্ষুদ্র ; অল্প । অপকুষ্ট । আণবিক ( আনবিক্ ) { সং—অণু°ইক (ইক্ষ৭)= আণবিক ] বি৭, অণুসম্বন্ধীয় ; অণু ঘটত। আণবিক আকর্ষণ—যে শক্তিদ্বারা পরমাণুসকল পরস্পর পরম্পরকে আকর্ষণ *FCW ; uiolecular attı.action, আণবিক বিপ্রকর্মণ-যে শক্তি দ্বারা পরমাণু সকল পরস্পর পরস্পরকে বিযুক্ত করে ; molecular 1 epulsion. আণি (আন) [অণ, (শব্দ করা)+ই৭] বি, পুং, স্ত্রী, খড়গকোটি ; তরবারির ধার। ২ । গাড়ির চাকার খিল অক্ষাগ্ৰকীলক । ৩ । সীমা । একটু উচ্চ নিৰ্ম্মিত হয়। আমি অবস্থায় বৃক্ষা : আণ্টাল () { হি—আটা খেল বি, কাঠ বা মুদূগোলক ; ভাট ; গুলি । ২ । ধিলিয়াড" coli ; the game of Billiards. আীগুl [ সং—অও, হি—অগুl ] বি, আগু : ডিম ৷ ২ ৷ অণ্ডাকার বস্তু ; ভাটা । আণ গুণবাচছ-গর্ভস্থ ও ক্রোড়স্থ সন্তান : ; ছেলেপুলে । আণ্ডাল ( ) আন্টাল দ্রঃ । তাণ্ডিল ( न्) [ श्रीखोल म:] वि१, ब५ ५नশালী ; প্রচুর অর্থবান ; মহাধনী ; আঢ্য। প্র—“ঢাকার আণ্ডিল উঠি ফণ্ডের ভাড়ার”-- ; হেম বন্দ্যো । श्रां ॐीव्र ( ) [ श्र७+ग= श्र७+अॅब्रঅস্ত্যর্থে ; হি-অগুৈল্] বিশ, বহু অণ্ডযুক্ত : ডিম্ববহুল । আগুীল, হাণ্ডেল(ল) হি—অওৈল। সং— অওঁীর। “অঞ্জীর; পুরুষে শক্তে".-মেদিনী, বিশ্ব । “শক্তেহপি মৃগুশ্চাওঁীরেী:--ত্রিকাণ্ড শেষ। দৈহিক তাহা হইতে আর্থিক শক্তিযুক্ত। ; (২) অণ্ডযুক্ত । (৩) গোণার্থে আঢ্য । আৎ [সং—আৎ, অপাদান কারকের বিভক্তি । राः अक्किल शृशैठ] थ, श्र७ । थ चमूंशi९ ।। • | অতি (ত) [ ফ্ৰা-আত (বহুবচনবোধক প্রত্যয় বিশেষ ; বাঙ্গাল আইন আদালতের ভাষায় ব্যবহৃত ) ] অ, সমুহ ; প্রভৃতি ; ইত্যাদি । প্র-কাগজাত ; দলিলাত । আততজ্য আত আতঙ্ক, আতঙ্গ (আতোংকে, গে) আ— ভন (কষ্টে বাচা, ভয় পাওয়া, ইত্যাদি)+অ (ঘঞ,) আতঙ্ক, পক্ষে ক=গ1ৰি, পুং, ভয় ; শঙ্কা । ২। ব্যাধি ; পীড়া । ৩ । জ্বর ; সন্তাপ । ৪ । তড়ক রোগ । ৫ । যাতনা । ৬। দুঃখ ; কষ্ট । জলাতঙ্ক—ৰি, ক্ষিপ্ত কুকুর বা শৃগাল কামড়াইলে তাহার বিষজাত ধে রোগ হয় । ইহাতে রোগী জল দেখিলেই &# °if& ; hydrophobia. আতঞ্চন ( অতিনচুন) [ আ—তন, (গমন করা)+অন (অনটু) ] বি, ক্লী, দ্রবীভূত ত্রব্যে চূর্ণ মিশ্রিত করণ । ২ । দুগ্ধে দম্বল প্রদান। ৩। গলিত স্বর্ণে সো২াগাদি চূর্ণ নিক্ষেপ। ৪ । প্রক্ষেপ । ৫ উপদ্ৰৰ । ৬ । বেগ । অতত [ আ—তন ( বিস্তার করা )+ত (ক্ত) ] বিণ, বিস্তৃত , প্রসারিত ; ব্যাপ্ত ৷ ২ ৷ আরোপিত। ৩। ঢঙ্কানাদ ; মুম্বুজ ধ্বনি । ( আতোতোজ্য ) { আতত ( সমস্তাৎ বিস্তৃত ) জ্য (ধমুকের ছিল। ) যাহার, বং ] বিণ, আরোপিত-জ্যা ; বিস্তৃত ছিলাযুক্ত । আততায়ী ( অতিতোঙ্গ ) [ আতোতানি, আতত (সমস্তাৎ বিস্তৃত) ই (গমন করা)+ইন , (শিন)—কত্ত্ব ] বিণ, যে, গৃহদাহ, বিষপ্রয়োগ, ভূমি দার অর্থাদি হরণ, প্রাণনাশ প্রভৃতি অনিষ্ট সাধনে প্রয়াস পায় বা অনিষ্ট করে ; শত্রু ; বৈরী । ২ । চোর ; দস্য। প্র— “আততায়ী সেনাপতি পাপী কুলাঙ্গার।" —পলাশী ( নবীন )। বি, আততায়িতা। আতপ (*) [আ--তপ, (তাপ দেওয়া)+ অ (ক)—কত্ত্ব বি, পুং, সুয্যের কিরণ ; রৌদ্র । আতপতণ্ডল (আতোপতোনডুলু) [আতপ —তণ্ডুল ] বি, ক্লী, সিদ্ধ না করিয়া যে ধান রৌদ্রে শুষ্ক করিয়| ঢেকিতে ভানিয়া প্রস্তুত হয় ; আলোচাল। প্রাদে—ব্যবহার—আক্ৰয় । হি—আরোয়া । তাতপত্র (আতোপত্ৰ ) { অতিপ—ত্ৰ ( ত্রৈ (রক্ষা করা) + অ (ড)-কর্তৃ) যে রক্ষা করে । যে আতপ হইতে রক্ষা করে } বি, ক্লী, ছত্র : ছাতা । প্র—"শিথিপুচ্ছ বিরচিত, মণিমুক্ত উপনীত, আতপত্রে শোভে রাঙ্গ ডাট ।” —কবিক । আতপত্রচ্ছায়া—বি, ছত্রের আশ্রয়। আতর ( ) ( অস্তুর শব্দের অপভ্রংশ। এাণ —যশোহর বি. কতি ভূমির মধ্যবর্তী নি'; ತtಾಘ, ಶitet () [ಇ-ತ್ಯ (ಗಃ 9ು +थ (थन्) ; अ-टू+थ ( ঘএ, ) যাই দ্বারা পার হয় ] বি, পুং মদ্যাদি পার হইব" মেীক ভাড়া ; পারানি ; মাশুল ।