পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কতি কতিসঞে ( এ ) [ মৈ, কতি=কপি ( কোথা) সঞে ( হি, সে–সে, সয় = হইতে )—কথিসঞ ] ক্রিবিণ. কোথা হইতে ; কোথা থেকে ; প্র—“কতি সঞে রূপ ধনী আনলি চোরি” —বিদ্যাপতি কতিহু (কেঁাতিই ) { হি, মৈ, ) অ, কেন । প্র—“কতিই মদন তমু দহদি হুমারি” —বিদ্যাপতি । কতেক ( ) [ প্রা-বাং । আধু—প্রাদে– ব্যবহার (পূৰ্ব্ব বঙ্গ ) । বর্ণ বিপৰ্য্যয়ে কেতক । क७+4क (फूल-श्-िकिअन यक (भानम —কোশ পৃ. ২৭ ) : ওড়ি—কেতেক ; হি— কেতিক (তুলসী ) ; সং—কতিক ) ] ধি৭, কয়েক : কতিপয় ; কত কয়টি, কতকটী : কর্তগুলি : আল্পসংখ্যক । ২ । কিয়ং পরিমাণ অল্প : কিঞ্চিৎ : কিছু। ৩ । কত ( নিশ্চয় করণে অসামর্থ্য অর্থে)। প্র— না জানি কতেক মধু খাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে।” –চণ্ডীদাস । ৪ । কত অধিক : ( আধিক্য অর্থে ) । “দেখ দেখি চেয়ে কতেক বেল|” —অন্নদামঙ্গল । [ তুল—এতেক, যতেক, ততেক । ] কত্তা (কৎত ) { গ্রা । কৰ্ত্ত দ্রঃ ] বি, কৰ্ত্তা ; প্রভু। ২। গৃহস্বামী ; গৃহের কওঁ।। ৩। স্বামী : পতি। স্ত্রী, গিন্নি। প্র-কত্ত গিল্পী । ৪ । [ শুষ্ঠ পুরাণ, ধৰ্ম্মমঙ্গলাদি প্রা-বাং, সাহিত্যে করত। ( কৰ্ত্তা ) করতার। প্র—"অনাদি করতারে জুগলপদেতকরি স্ততি ॥"—শু পুরাণ, “উরিল দেব করত|" -ડે ] ন ; ঈশ্বর : নিরঞ্জন : ধৰ্ম্মঠাকুর। ৫ । [প্রাদে-গ্ৰা] দোকানে হাটে বাজারে যাহার জিনিষ পত্র বিক্রয় করে তাহাদিগকে সম্বোধন করিবার শব্দ। কত্তাভজা—বৈষ্ণব সম্প্রদায়বিশেষ। যাহার কৰ্ত্তার ভজন বা উপাসনা করে। কত্তামি, কত্তাত্তি—কর্তৃত্ব । কত্ত্বণ ( কৃৎতুন ) বি, গন্ধতৃণ ; রামকপূর : andropogon schoenanthus, Fragrant grass. R 5foot কথক ( ধো ) { কথ, ( বলা ) +অক ( কৰ্ত্ত—সংজ্ঞার্থে) ] বিণ, পুরাণ-পাঠক ! যে পুরাণ ব্যাখ্যা করে ; যে পুরাণের কথা বলে ৷ ২ ৷ বক্তা । ৩। নাটক ৰক্ত ( শব্দরত্নাবলীতে—ইহার সমনাম-কথা-প্রাণ: একনট: ) । কথকঠাকুর—যে ব্রাহ্মণ পুরাণের কথা বলেন এবং পুরাণ পাঠ করিয়া শুনাইয় থাকেন। কথকতা ( কথোকোতা) বি, পুরাণ পঠন ও ৰাধান। কথঞ্চন, কথঞ্চিৎ ( কপনচোন) { কথ{4 চন : চিৎ ( অল্পার্থে, অসাকল্যার্থে ) ] অ, কথনীয় ৩২২ কোনরূপে ; কোন প্রকারে ; কোন সুযোগে ; কোন উপায়ে । ২ । কিরূপে : কিভাবে ; কি প্রকারে । কথন (ন) [ কথ, ( বাক্য প্রবন্ধ )+অন ( ভাবে-অনটু ) ] বি, ক্লী, ভাষণ : উf বলন ; কহন : বলা । প্র – “অধিক কথন আর না যায় লাজেতে" —নিধুবাবু। ক্রি, কহ । বিণ, কপনীয়। ( কুপোনিও ) { কথ,+অনীয় ( কৰ্ম্মে ) ] বিণ, বাচ্য : কথ্য ; উক্তিযোগ্য : বক্তব্য ; বলিবার উপযোগী বা উপযুক্ত। কথা (কপ) [ কণ (বলা)+অ ( ভাবে— অঙ, আপ স্ত্রী ) ] বি, স্ত্রী, উক্তি : বচন। ২ । উচ্চারণ । ৩। উপাখ্যান ; গল্প : বৃত্তান্ত । প্র – “মহর্ষি কথা আরম্ভ করিলেন” —কাদম্বরী। ৪ । সত্যমিশ্রিত কল্পিত গল্পগ্রন্থ । প্র— "কপামালা"। ৫। অঙ্গীকার ; প্রতিশ্রুতি । প্র— "যে কণ সেই কাজ" : তাহার কথার ঠিক নাই : কণা দিয়| কথার মত কাজ না করায় পাপ হয় । ৬। কথকতা । প্র—কথা শুনিতে যাওয়া । ৭। আলাপ | ৮। নাম-কীৰ্ত্তন : গুণগান । প্র—“তোমার কপায় তোমারি সেবায়” —ব্রহ্মসঙ্গীত । ৯ । প্রসঙ্গ : বিষয় । প্র—“তোমার কথা হেণা কেহ ত বলেন, কবে শুধু মিছে কোলাহল” -ब्लति । ১• । উল্লেগ। প্র-সে কপায় আর কাজ কি ? ১১ । সম্ভাব : বাক্যালাপ | প্র—তাহার সহিত কথা নাই বা কথা বন্ধ হইয়াছে। ১২। মনোভাব ; অভিপ্রায় : গোপনীয় বিষয়ের সন্ধান । প্র—কথা দিয়ে কথা লওয়া । ১৩। বিনা কঠোরতায় : সহজে । প্র—সে কথায় শুনিবার পাত্র নয় । ১৪ । কাজের বিপরীত ; অকৰ্ম্মণ্যতা । প্র—সে কেৰল কথার ধোকড়। ১৫ । ভাষা : বাক্য । প্র—তাহার কথার আঁট ৰবাধুনিনাই। বিণ, কথ্য । কথা কও— অভিমান, ক্রোধ বা বিরাগ ত্যাগ করিয়া অনুরাগের নিদর্শনস্বরূপ মৌনভাব ত্যাগ কর। প্র—“কথা কও ফিরে চাও।" কথাকাটা —প্রতিবাদ করা । ( ২ ) কথার অসত্যতা প্রতিপন্ন করা । (৩) কপা এড়ান। কথাকাটাকাটি-বাদপ্রতিবাদ : বচস। কথfচালা—এক স্থানের কথা অগুস্তানে চালনা করা বা রটান । একস্থানের সংবাদ স্থানান্তরে বিস্তার করা। কথা চালাচালি —পরস্পরের মধ্যে কোন বিষয় বা ঘটনার পরিচালন। কথা দিয়া কথালওয়া— কাহার মনের মত কথা বলিয় তাহার বিশ্বাস উৎপাদন করত তাহার মনের কথা বাহির কথা করিয়া লওয়া অর্থাৎ জানা । কথা দেওয়া —বাগ্‌দান করা ; প্রতিশ্রত হওয়া ; অঙ্গীকার করা । (২) নিজ ব্যয়ে বা উদ্যোগে পৌরাণিক শাস্ত্রকথা বা কথকতার আয়োজন করা । কথা পাড়া—প্রসঙ্গ করা ; প্রস্তাব করা : কোন গৃঢ় উদ্দেষ্ঠে কথারম্ভ করা বা বলা। কথা ফেলা—প্রসঙ্গ করা ; কথার সুত্রপাত করা : প্রস্তাব করা। কথা বাড়ান—বিতও বা বাদানুবাদ বৃদ্ধি করা। কথা বেচে খাওয়া—[ ব্যবহারাজীব : দালাল প্রভৃতি শ্রেণীর লোক বিচার বিতর্কম্বারা এবং বাৰু চাতুৰ্য্যদ্বারা জীবিকা অর্জন করিয়া থাকেন বলিয় ] কথার বিনিময়ে অর্থোপার্জন করা : শাস্ত্রীয় যুক্তি প্রদর্শন এবং বাক্চাতুৰ্য্যে জীবিকার্জন করা ; মিষ্ট বা মন-রাথ৷ কথায় ভুলাইয় অর্থোপার্জন করা । 《회"বেষ্ঠার বেহদ পেসা কথা বেচে থায় । পদের আবার মান সন্ত্রম কোথায় ॥"" —হেমবণ্যো (উকীলের স্ত্রীর উক্তি—“ৰাজি মাৎ’ কবিতায়) । কথা শুনা, শোনা— কথার বাধ্য হওয়া : কথা মান্ত করা : কথানুসারে কাজ করা ; আদেশ বা অনুরোধ পালন করা । ২ । কথককর্তৃক ব্যাখ্যাত পুরাণকথা শ্রবণ করা। কথা সারা–বর্ণনা ব। কথোপকথন সমাপ্ত করা । ( ২ ) উক্তি সংশোধন করিয়া লওয়া। কথায় কথায়— প্রতিবাক্যে ; প্রতিকণায় । ( ২ ) কপী প্রসঙ্গে : কথানুক্রমে। (৩) সকল বিষয়ে । ( s ) যখন তখন। কথায় কথা বাড়া— প্রতিবাদে বা নুতন কণার উল্লেখে অস্ত কথার অবতারণার প্রয়োজন হেতু বাগ্‌বিতণ্ডার বৃদ্ধি হওয়া। কথায় চি ড়ে ভেজা-ফাক আওয়াজে কাজ হওয়া ; ফাকি দিয়া কাজ হাসিল হওয়া ( কারণ চিড়ে ভিজাইতে হইলে জল বা দধির মত জলীয় বাস্তৰ পদার্থের প্রয়োজন হয় ) । প্ৰ—কথায় কথন চি ড়ে ভেজে না । কথায় থাকী—সংস্রব রাখা । কথার অtটুনি-কথার বাধুনি দ্র: । কথার ওড়ন পাড়ন—বাক্যের আবরণ : বাগজাল ; অসার বাগাড়ম্বর। অর্থ ও মুক্তিহীন বাক্যের প্রাচুর্য্য। কথার শ্রাদ্ধ দ্রঃ। কথার কথা–কথার মাত্রা ; আগেী৭ কথা ; উড়ো কথা ; বিশেষত্ব হীন বাক্য । প্র—“নীরব কপার কথা জগৎ সঙ্গীতময়" —অবসর। (২) আসার কথা ; মিছে কথা । প্র—"মিছে কথা দিছে সে যে প্রাণ মন তায় । সকলি কথার কথা কিছু কিছু নয়।”—ফুলরেণু। ৩ । সহজ ব্যাপার ; সোজা কথা । 회“ভোলা সেকি কথার কথা প্রাণ যে প্রাণে গোপাল উড়ে ।— "ואןh?