পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্র্যৈক্ষ ত্র্যক্ষর (ত্রোকৃথর) ত্রি (তিন) অক্ষর ( বর্ণ) আছে যাহাতে, ব2] বি, ক্লী, যাহাতে অ, উ, ম এই তিন অক্ষর আছে ; ওম্ । ২ । ছন্দোবিশেষ । ৩। ত্রিবর্ণাত্মক মন্ত্র ; ওঙ্কার মন্ত্র । ৪ । বিণ, তিনবর্ণবিশিষ্ট । স্ত্রী, ত্র্যক্ষরা— পরমাবিদ্যা ; বেদমাতা । ত্র্যঙ্গুল (ত্রোংগুল) { ত্রি (তিন) অঙ্গুলি= অজুল ] ৰিণ, তিন অঙ্গুলি পরিমিত । ত্র্যম্বক (ত্রোবক্ ) { ত্রি (তিন) অম্বক (চক্ষু: ) যাহার, বহ, অথবা ত্রির (তিন লোকের ) অম্বক পিত, ৬৩২, যিনি ত্রিলোকের পিতা ] বি, পুং, ত্রিলোচন ; শিব । ২ । [ ত্রি (তিন) অস্বী ( মাত ) যাহার, বহু সমাসে +ক ] বিণ, ত্রৈমাতুর : পৌষ্যরাজপুত্র । [ পুরাণে আছে—পুত্রকামনায় পোষ্যরাজ শিবের আরাধনা করিলে শিব একটী ফলে থীয় তেজ নিহিত করিয়া রাজাকে দেন এবং উই তিনভাগ করত তাহার তিন রাণীকে এক এক খণ্ড খাইতে দিতে বলেন ও তাঁহাতে যথাসময়ে প্রস্থত তিন খও শিবনাম লইয়া যোগ করিলে যে পুত্র জন্মিবে তাহার ‘চন্দ্রশেখর নাম রাখিতে বলেন । এই চন্দ্রশেখর তিন মাতার গর্ভে জন্মিয়াছিলেন বলিয়া পরে ত্র্যম্বক নামে অভিহিত হন ] স্ত্রী, ত্র্যম্বকা—দুর্গা । ত্র্যম্বকসখ (ত্রোম্ববৃশখ ) [ ত্র্যম্বক ( শিৰ ) সখা ( বন্ধু ) যাহার, বহ] বি, পুং, কুবের । ত্র্যশীতি (ত্রে ) [ ত্রি (৩) অশীতি (৮•) ] বি, স্ত্রী, তিরাশি ; ৮৩ ৷ ত্র্যষ্ট (এফ্ট) [ ত্রি (ত্রিগুণিত ) অষ্টন্‌= অষ্ট ] বি, ক্লী, ২৪ ( ৩ x ৮ ) চব্বিশ । ত্র্যত্র ( ত্রোস্ত্র ) { ত্রি—অস্ত্ৰ ( কোণ ) ] বিণ, ত্রিকোণ । ত্র্যহস্পর্শ (ত্রোহোশপর্শ ) { ত্রি (তিন ) অহন=আহ (তিথি) তাহার স্পর্শ, ৬তৎ ] বি, পুং, একদিনে তিন তিথির স্পশ বা ৰোগ ; ২ । তিন দিনে এক তিথির স্পর্শ । [ ত্র্যহ থ—ব্যঞ্জন বর্ণমালার সপ্তদশ ও ত বর্গের দ্বিতীয়, মহাপ্রাণ, অঘোষবান বর্ণ। উচ্চারণ স্থান দস্ত বলিয়া দস্ত্যবর্ণ। থ [স্থিতিবাচক । ভিন্ন ভিন্ন বর্ণ যোগে ইহা স্থিতিরই বিভিন্ন অবস্থা, শব্দ ও ভাব প্রকাশ করে। প্ৰ —থক্ থপ, থম্ থক্ থল থস। ত সম্পূর্ণ তরলতা জ্ঞাপক । থ সেই তারল্যে ঘনত্ব ও গুরুত্ব 업8이 ম্পর্শ দানাদি কার্য্যে প্রশস্ত কিন্তু যাত্রাদি কায্যে অশুভ ] । ত্র্যহম্পৃক (ত্রোংশগুৰু) । আই (তিননি) পূৰ্ণ, (যে স্পর্শ করে ) ] বি, পুং, স্ত্রী, দিনত্রয়স্পশী (তিথি )। ত্র্যাহিক [ ত্রি-অস্থান=অহ+ইক ( জাত অর্থে—ফিক ) =আহিক ] বি৭, তৃতীয় দিবসে যাহা জন্মে। ২ । তৃতীয় দিবসসম্বন্ধীয়। ত্বক ( তত্ত্ব ) l ত্বচ ( আবরণ করা ) +কিপ, (কত্ত্ব ) ,= ] বি, স্ত্রী, গায়ের চামড়া : ছাল । ২ । স্পশেক্রিয়। ৩ । বন্ধল ; গাছের ছাল । ৪ । বিণ, ত্বাচ। ত্বকপত্র (তৰুপত্র ), বি, প্লী, তেজপাত । ২। দারুচিনি। স্ত্রী, ত্বকৃপত্রী—হিজুপত্রী। ত্বকসার (তকৃশার) [হুক্ হইয়াছে সার যাহার, বং } বি, পুং, ত্বৰূসৰ্ব্বস্ব : ত্বকই যাহার সব ; ফোপরা : র্যাপী । ২। বি, পুং, বংশবৃক্ষ : বঁাশ । ৩। দারুচিনি। স্ত্রী—ত্বকসারা— বংশলোচন । ত্বগফুর (ভগঙ্কুর) (তুকের ( চৰ্ম্মের) অঙ্কুর ( কাটা ) ৬ তৎ ] বি, পুং, রোমাঞ্চ । ত্বগদোষ ( ওগদোষ ) { ত্বকের দোষ হয় যাহাতে, বহু ] বি, পুং, চৰ্ম্মরোগ। ২। কুষ্ঠা রোগ । স্বঞ্চ (ত্তনৰ্চ) তঞ্চক দ্রঃ বি, প্রবঞ্চনা, প্রতারণা। ত্বদীয় (ত্তোদীয় ) { ত্ব{#ঈয় (ইদমর্থে) ] বিণ, ত্বদুসম্বন্ধীয় ; তোমার [ আধু-বাং-য় বিরল ] । ত্বদ্বিধ (ক্তদুবিধ) [ ভূদৃ*বিধ (প্রকার) অর্থে)] বিণ. তোমার মত ; আধু-বাং-য় বিরল ] । ত্বরমাণ ( ওরমাণ) [ ত্বর ( বেগে গমন করা ) +আন ( কত্ত্ব ) ম আগম ] বিণ, সত্বর ; শীঘ্রকারী, অচিরকারী । ত্বরা (ত্তরা) [ ত্বর (বেগে গমন করা) + অ (ভাবে অঙ, ) আপ—স্ত্রী ] বি, স্ত্রী, বেগ ; দ্রুতত ; শীঘ্রতা। প্র—“হৃদে বিষ মুখে মধু জিজ্ঞাসে ফুল্লরা। দূর হৈল ক্ষুধা তৃষ্ণ রন্ধনের ত্বর ॥" —কবিক। বিশ, ত্বরিত। ত্বরাষ্ট্ৰরি (ওরাতোরি) [ গ্রা–তাড়াতাড়ি ( দ্র: ) ] অতিশীঘ্র ; তাড়াতাড়ি । প্র— 한 সম্পাদক (দ্রঃ—তকৃতকৃ, ওলন্তল—থর্থক্‌, থলুথলু) ] বি, খ এই বর্ণ ; থকার ৷ ২ ৷ নিশ্চেষ্টতাবাচক : স্থির ভাব ৷ ৩ ৷ পাষাণ ; পৰ্ব্বত ; অচল। প্র—"থকারে পাথর তুমি থকারের মেয়ে, থির কর থরপর কঁাপি ভয় পেয়ে ।”—অন্নদামঙ্গল । ৪ । ভয় । থ—বি৭, অভিভূত ; কিংকৰ্ত্তব্যবিমূঢ় ৷ ২ ৷ "মন তুমি খেলাও না পাশা। এমি ত্বরাত্বরি ফেলবি পাশা, যেন ঘুচে যায় যমের আশা ।” —বাং-গান-নবীন চক্রবত্তী । ত্বরাপর (ভরাপর ) { ত্বর (শীঘ্রতা ) পর ( যুক্ত ) ] বিণ, ত্বরাস্থিত, সত্বর । প্র— কটকে হইয়া ত্বরাপর”—অন্নদ মঙ্গল ৷ ২ ৷ ব্যস্ত ; ব্যগ্র । ত্বরায় (ত্তরায় ) { ত্বর দ্র: ] ক্রিবিণ, শীঘ্ৰ ; সত্বর । অবিলম্বে । ত্বরিত (ত্তোরিত) [ ওরা ইত (যুক্তার্থে) ] বিণ, সত্বর ; শীঘ্র ; তাড়াতাড়ি। স্ত্রী, ত্বরিতা —দেবীবিশেষ । ত্বরিতগতি (ত্তোরিতগোতি) [ ত্বরিত ( শীঘ্র ) গতি ( গমন ) যাহার, বহু ] বিণ, শীঘ্রগামী । ২ । বি, স্ত্রী, ৫ম ও ১০ম বর্ণ গুরু দশাক্ষর যুক্ত ছন্দ । ত্বচ (ত্তাছ) [ ত্বক্ দ্রঃ ] বিণ, ভূগিপ্রিয়গ্রাহ । ২ । ত্বক্ সম্বন্ধীয়। ত্বষ্টা (ত্ত টা) ত্বই শব্দ–১ম, ১ৰ ] কি পুং, বিশ্বকৰ্ম্ম । প্র—“বুত্রানুর নাম ত্বষ্ট মুনির নন্দন। পরাক্রমে জিনিলেক সকল ভুবন ।” —মহা, কাশী । ২ । [ ত্বক্ষ, (কাঠাদি চার্চ ) +তু (কর্তৃ ) ] স্বত্রধর। ৩ । দ্বাদশআদিত্যের মধ্যে আদিত্যবিশেষ । ৪ । বিণ, তক্ষণকৰ্ত্তা । ত্বাদৃক, ত্বাদৃশ (ত্তাদৃশ, )[ত্বদ-দৃশ (দর্শন করা )+ক্লিপ-অ (টক্‌ কৰ্ম্মে ) ] বিণ. তোমার তুল্য ; তোমার সদৃশ । ত্বtষ্ট্র(ত্তাষ ট)[ত্বষ্ট (হুধ)+আ(অপত্যার্থে—ঞ্চ) বি, পুং, বৃত্রাস্কর ৷ স্ত্রী, ত্বাঞ্ছী-চিত্রনক্ষত্র i ২ । স্বৰ্য্যপত্নী সংজ্ঞা । ৩ । [ ত্বষ্ট (স্বত্রধর ) + অ ( সম্বন্ধার্থে ক ) ] ক্ষুদ্র গাড়ি বা রথ। ৪ । বিণ. তুষ্ট সম্বন্ধীয়। ত্বিষম্পতি (ত্তিষামূপোতি ) ত্বিষাং ( দীপ্তিসমুহের ) পতি ( স্বামী ) ৬তৎ, অলুক সমাস। বি, পুং, সুৰ্য্য। প্র—"কিম্বা ত্বিষাম্পতি সহ ইন্দু সুধানিধি।”—মেঘনাদ । “নমে ত্বিষাম্পতি-দূতী উষার চরণে,”—ঐ । অপ্রতিভ । ৩ । স্থির ; নিশ,ল । থ-হওয়া —ভয়ে অভিভূত হওয়া ; ভয় বিস্ময়াদিতে কিংকৰ্ত্তব্য বিমুঢ় হওয়া ; ভয়ে বা বিস্ময়ে নিৰ্ব্বাক ও স্পর্শহীন হওয়া বা লজ্জিত হওয়া । প্র—আমি একেবারে থ হয়ে গেলাম : থ করা—ভয়ে অভিভূত কর ৷ ২ ৷ অপ্রতিভ বা লজ্জিত করা । ৩। উত্তরদানে