* ఫి সে করুণকণ্ঠে কহিল, কিন্তু আমি ত চিরকাল এখানে থাকতে পারিনে চাটুয্যেমশাই। লোকেই বা বলবে কি বলুন ! গোলক দুই চক্ষু দৃপ্ত করিয়া কহিলেন, লোকে বলবে তামাকে ? এই গায়ে বাস করে ? ইহার অধিক কথা আর তার মুখ দিয়া বাহির হইল না, হওয়ার প্রয়োজনও ছিল না । জ্ঞানদা নিজেও ইহা জানিত, তাই সে চুপ কহিয়। রঙ্গিল । গোলক কহিতে লাগিলেন, আমার কথায় কথা ক তলে তাকে আর কোথাও বাস করতে হবে—গায়ে হবে না ; .দ বড় ভালিনে, ভাবি কেবল ছেলেটার জন্যে। সে নাকি তোমাকে ধজ্ঞ ভালবাসভে}, তাই মরবার সময় তার সস্তানকে তোমারই হাতে গিয়ে গল ; কষ্ট আমার হাতে ত দিলে না ? জ্ঞানদা কষ্টে অশ্রু-সংবরণ করিয়া কহিল, সব - কি চাটুয্যেমশাই, কিন্তু আমার বুড়ো শ্বশুর শাশুড়া যে এখনে ৰচে বয়েছেন ? আমি ছাড়া যে তাদের গতি নেষ্ট । গোলক তাচ্ছিল্যভরে জবাব দিলেন, না গত্তি লঙ্গ : তুমিং যেমন ! ই, মুখুয্যে বেঁচে থাকতো ত একটা কথা ছিল শ্বস্তু তাকে ত চোখেও দেখোনি । তেরো বছরে বিধবা হয়েচে— জ্ঞানদা বলিল, ক’লাম বা বিধবা, চাটুয্যেমশাই—শ্বশুর-শাশুড়ী যতদিন বেঁচে আছেন ততদিন তাদের সেবা অামাকে কখতেই তপে { গোলক ক্ষণকাল নীরব থাকিয, একটা গভীর নিশ্বাস ফেলিয়া কহিলেন, তবে যাও আমাদের সব ভাসিয়ে দিয়ে। কিন্তু একটা কথা ভেবে দেখ ছোটগিল্পী—- , জ্ঞান রাগ করিয়া বলিয়া উঠিল, আবার ছোটগিল্পী । বলেচি, * আপনাকে, লোকে হাসি-তামাসা করে । কেন, নাম ধরে ডাকতে কি হয় ?
পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১
অবয়ব