পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጓግ ৰাধনের মেয়ে দিতেই হবে। ব্রাহ্মণ গরীব, মেয়েটির বয়সও তের-চোদ হ’লো— কিন্তু যেমন লক্ষ্মী, তেমনি স্বরূপ। গোলক বলিলেন, তুমি পাগল হলে মৃত্যুঞ্জয় ! আমার ও-সব সাজে, না ভাল লাগে ? তা মেয়েটি বুঝি এরই মধ্যে বছর-চোদ্ধ হ’লে ? একটু বাড়ন্ত গড়ন বলেই শুনেচি না ? মৃত্যুঞ্জয় উৎসাহিত হইয়া কহিল, আজ্ঞা হা, পূব পূব । তা যেমন শান্ত, তেমনি সুন্দরী। গোলক মৃত্যু মুকু হাস্য করিয়া কহিলেন, হাঃ । আমাল আবার সুন্দরী ! আমার আবার স্বরূপা ! যে লক্ষ্মীর প্র:ংণে হীরালাম ! মধুসূদন । কারও দুঃখই সইতে পারিনে, শুনলে দুঃসঙ্গ হয় । তেরোচোদ যখন বলচে তখন পনর-ষোল হবেই । ব্রাহ্মণ বক্ত বিপদেষ্ট পড়েচে বল ? মৃত্যুঞ্জয় মাথা নাড়িয়া কহিল, তাতে আর সন্দেহ ক । গোলক কহিলন, বুঝি সমস্তই মৃত্যুঞ্জয় । ফুলনের কুল রাগা কুলীনেরই কাজ। না রাখলে প্রত্যবায় হয়। কিন্তু একে শোক, তাপের শরীর, বয়স ও পর পঞ্চাশের কাছে ঘ সেই আসচে –কিন্তু কি যে স্বভাব, অপরের বিপদ শুনলেই প্রাণটা যন কেঁদে ওঠে—ন। বলতে পারিনে । মৃত্যুঞ্জয় পুনঃ পুনঃ শির সঞ্চালন করিতে লাগিল । গোলক পুনশ্চ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া সহিতে লাগিলেন, এই স্বভাবকুলামের গ্রামে সমাজের মাথ। হওয়া য কি ঝকৃxiব তা আমিই জানি। কে খেতে পাচ্ছে না, .ক পরতে পাচ্ছে না, এর চিকিৎসা স্থচ্ছে না--এ-সকল ত আছেই, তার ওপর এই-স : জুলুম হলে ত আমি আর বাচিনে মৃত্যুঞ্জয়। প্ৰাণকৃষ্ণ গর’ 1 : uময়েটি বুলি বেশ ডাগর হয়ে উঠেচে-স্তরো-চাদ নয়, পমর ষণের কম