s বিক্রমোর্কশী । দ্রুত-গতি অশ্ব-শিরে, চিত্র-স্থির চামরটি I দীর্ঘ প্রসারিত, বায়ু-বেগে ধ্বজ-পট, ধ্বজ-মষ্টি-প্রান্ত-মধ্যে সম-অবস্থিত ॥ ( রাজা ও সারথীর প্রস্থান ) রম্ভ —ওলো ! চল আমরাও সেই নির্দিষ্ট স্থানে গিয়ে অপেক্ষা করিগে । ( হেমকূট শিখরে আরোহণ ) দৃশ্ব —হেমকূট-শিখর। রম্ভ —যে শেল আমাদেয় হৃদয়ে বিদ্ধ হয়েচে রাজর্ষিই কি তা উদ্ধার করবেন ? so - মেনকা —এবিষয়ে কোন সন্দেহ নেই। কেননা, যুদ্ধ উপস্থিত হলে’ মহেন্দ্রও র্তাকে বহু সম্মানের সহিত মধ্যম-লোক হতে আনিয়ে নিজ বিজয়-সেনার সেনাপতি-পদে নিযুক্ত করে থাকেন। রম্ভ। —সম্পূর্ণরূপে জয়ী হও, এই আমার ইচ্ছ। (ক্ষণমাত্র থাকিয়া প্রস্থান) সহজন্তা –ওলো ! আশ্বস্ত হ! আশ্বস্ত হ! ঐ দেখ, রাজর্ষির সেক্ট “সোমদত্ত” নামে হরিণ-পতাকার রথটি দেখা যাচ্চে ; উনি যে . অকৃতকাৰ্য্য হয়ে ফিরে আসবেন এরূপ মনে হয় না । ( সকলের উৰ্দ্ধদিকে নেত্রপাত ) রথারূঢ় রাজা, সারথী, এবং চিত্ৰলেখার হস্তাবলম্বনে ভয়-নির্মীলিতাক্ষি উৰ্ব্বশীর প্রবেশ । চিত্ৰলেখা –সখি ] আশ্বস্ত হও । অশ্বস্ত হও ! রাজা –সুন্দরি আশ্বস্ত হও! আশ্বস্ত হও ! দূর হল সৰ্ব্ব ভয়, শোনো গো ললনে ! বঞ্জীর মহিমা রক্ষা করে ত্রিভুবনে ।
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১১
অবয়ব