বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qo বিক্রমোর্কশী সেইটে মুখে করে মওলাকারে যেমন উড়ে উড়ে বেড়াচ্চে আর অমনি যেন আকাশে তার এক-একটা রেখা পড়চে । इस |- মুখে শুরি হেম-স্বত্র মনিটরে করিয়া গ্রহণ, অঙ্গার-চক্রের মত চক্রাকারে বোরে বিহঙ্গম । ত্বরিত ভ্রমণে তার নভ-পট-মাঝে যায় দেখা বলয়-আকারে যেন মণিটির রক্ত-রাগ-রেখা ॥ —এখন কি কৰ্ত্তব্য ? বিদু —(নিকটে আসিয়া ) মহারাজ ! দয়া করে কি হবে ?—অপ রাধীকে শাসন করাই কৰ্ত্তব্য । রাজা –তুমি ঠিক বলেচ। ধনু-ধন্থ । ( ধনুর্ধারিণী যবনীর প্রস্থান ) রাজ। —কৈ বয়স্ত ! পাখিটাকে তো দেখা যাচ্চে না ? বিদু —শব-ভোজী সেই দুষ্ট পাখীটা এখান থেকে দক্ষিণ দিকে উড়ে গেছে । রাজা –(ফিরিয়া আসিয়া অবলোকন ) এইবার দেখতে পেয়েচি। এই সে মণিটি আনি দিক-বিধু-মুখখানি অলস্কৃত করেছে বিহগ । অশোক-স্তবক শোভে ঘেরা প্রভা-পল্লবে —এমনি গো হয় অনুভব ॥ ধনু হস্তে যবনীর প্রবেশ । যবলী —মহারাজ ! এই হস্তাবরণ, আর এই ধনু । 2