বিক্রমোর্কশী । ግ¢ একে আমার কােছ রেখে দিয়ে যান। ক্ষত্রিয় কুমারের জাতকৰ্ম্মের যেরূপ বিধান আছে তৎসমস্তই ভগবান চ্যবন-ঋষি সম্পাদন করেছেন। আর, কুমার সমস্ত বিদ্যা-শিক্ষা করে ধনুৰ্ব্বেদে ও সুশিক্ষিত হয়েছেন । রাজা —তবে তো এটির অভিভাবক ও আছে দেখচি । তাপ —আজি ঋষিকুমারদের সঙ্গে এ পুপ-সমিং আহরণ করতে গিয়ে একটি আশ্রম-বিরুদ্ধ কাজ করেচে। বিদু —(আবেগ-সহকারে ) সে কিরূপ? তাপ —শুনলেম, এক খণ্ড আমিষ নিয়ে একটা গৃএ বৃক্ষশাখায় বসে ছিল—এ তাকে লক্ষ্য করে’ বাণ-বিদ্ধ করে । বিদু।–(রাজাকে অবলোকন ) রাজা !—তারপর তারপর ? কুঁজী-তারপর ভগবান চ্যবন এই বৃত্তান্ত জানতে পেরে আমাকে আদেশ করলেন, “এই স্তস্ত বালককে যথা স্থানে প্রত্যপণ করে এসোতাই আমি দেবী উৰ্ব্বশীর সহিত সাক্ষাৎ করতে ইচ্ছা করি । রাজা –আচ্ছা, ভগবতি তবে আসন গ্রহণ করুন । তাপ ।—(উপনীত আসনে উপবেশন ) রাজা –লাতব্য ! উৰ্ব্বশীকে আহবান কর। কধু —যে আজ্ঞা মহারাজ । ( প্রস্থান ) রাজা –(কুমারকে অবলোকন করিয়া) এসে বৎস এসে । সুত-স্পর্শ-সুখ নাকি সৰ্ব্বাঙ্গ-শরীর-ব্যাপী আমি শুধু এই কথা লোক-মুখে শুনি। তাই কাছে আসি’ ওরে ! হরষিতকর মোরে চন্দ্রকর-স্পর্শে যথা চন্দ্রকান্ত-মণি ॥
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮২
অবয়ব